নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেন সাকিব, বাদ মুস্তাফিজ-সাব্বির
লক্ষ্য নাগালে থাকার পরও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে পারেনি বাংলাদেশ। হতাশার ব্যাটিংয়ে ২১ রানে হার মানে বাংলাদেশ। আগে বোলিংয়েও ছিল ছন্নছাড়া অবস্থা। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার আশায় রোববার মাঠে নেমেছে বাংলাদেশ।
এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচটি ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান একাদশে ফিরেছেন। তার ফেরার ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অবশেষে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন সাব্বির রহমান ও নাসুম আহমেদও। তাদের জায়গায় ফিরেছেন সাকিব, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও ইশ সোধি।