জন্মের পরই শিশুদের জন্য এনআইডি: মন্ত্রিপরিষদ সচিব
জন্মের পরপরই শিশুদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জন্ম নিবন্ধনের ইউনিক আইডি নম্বরই নবজাতকের এনআইডি নম্বর হিসাবে গণ্য হবে।
'জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২২' এর খসড়া অনুমোদন সাপেক্ষে এ কথা জানানো হয়।
সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ আইন অনুমোদন দেওয়া হয়।
নতুন আইন অনুযায়ী, এখন থেকে নির্বাচন কমিশনের (ইসি) পরিবর্তে এনআইডি বিতরণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, "শিশুদের জন্মের পরপরই এনআইডি দেওয়া হবে। জন্মসনদ ও এনআইডি নম্বর একই হবে।"
"এছাড়াও নতুন আইনে ইসির পরিবর্তে সুরক্ষা সেবা বিভাগ এনআইডি ইস্যু করবে", যোগ করেন তিনি।