শীর্ষস্থানে ফিরলেন সাকিব
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো সময় যায়নি বাংলাদেশের। পাকিস্তান ও নিউজিল্যান্ডে নিয়ে অনুষ্ঠিত তিন জাতির এই সিরিজের চারটি ম্যাচেই হার মানে বাংলাদেশ। হারের সঙ্গে ছিল লড়াই না করতে পারার হতাশাও। তরে এর মাঝেও ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। দারুণ ব্যাটিংয়ে দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক।
এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষস্থানে ফিরেছে অভিজ্ঞ এই ক্রিকেটার। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করা হয়েছে।
এক নম্বর অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবেন সাকিব। শীর্ষে ফেরা বাঁহাতি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৬৬। দুই নম্বরে নেমে যাওয়া আফগান অলরাউন্ডার নবীর রেটিং পয়েন্ট ২৪৬। ইংল্যান্ডের মঈন আলী ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা নামিবিয়ার অলরাউন্ডার জনাথন স্মিটের চার ধাপ উন্নতি হয়েছে। ১৮৩ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন তিনি। জিম্বাবুয়ের ত্রাতা হয়ে ওঠা সিকান্দার রাজা চার ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে শাসন করেন সাকিব। নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এরপর পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ রানের ইনিস।