সিসিটিভি ভোটারদের গোপনীয়তা ভঙ্গ করেনি: নির্বাচন কমিশন
পোলিং বুথে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা রাখার কারণে ভোটারের গোপনীয়তা কোনোভাবে ভঙ্গ হয় না বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
'ভোট দেওয়ার সময় বুথে ভোটারের সাথে অন্য কেউ প্রবেশ করল কি না শুধু সেটি ধরা পড়ে ক্যামেরায়, কিন্তু ভোটার কাকে ভোট দিচ্ছেন, সেটি দেখার কোনো সুযোগ নেই,' নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে রবিবার (২৩ অক্টোবর) বিষয়টি ব্যাখ্যা করেছে ইসি।
ভোটকেন্দ্রের গোপনকক্ষে সিসিটিভি স্থাপনে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হচ্ছে- গণমাধ্যমে আসা এমন বক্তব্যকে 'সঠিক নয়' ও 'বিভ্রান্তিকর' হিসেবে বর্ণনা করেছে ইসি।
বিবৃতিতে জানানো হয়, 'প্রতিটি ভোটারের ভোট প্রদানের গোপনীয়তা রক্ষায় আইন অনুযায়ী সব ব্যবস্থাই নেয় ইসি।'
সম্প্রতি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়মের দৃশ্য ঢাকায় অবস্থান করে সিসিটিভিতে দেখে ভোট বন্ধ করে দেয় ইসি।
এ ঘটনা মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে বেশ উদ্বেগের জন্ম দেয়।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তখন বলেছিলেন, পোলিং বুথের ভেতরে সিসি ক্যামেরা 'ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে আইনজ্ঞরা অভিমত দিয়েছেন।'
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন পরিচালনা করেছে।
গাইবান্ধার পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনেও সব কেন্দ্রে সিসিটিভি ব্যবহার করা হয়েছে।
শান্তিপূর্ণ ভোটে ব্যাঘাত ঘটায় এমন কোনো বিভ্রান্তিকর মন্তব্য না করার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।