ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে: আবহাওয়া অফিস
ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
বিএমডি আবহাওয়াবিদ আবদুল মান্নান মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সিত্রাং-পরবর্তী পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
"ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে স্থল ও সমুদ্রে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া স্বাভাবিক থাকবে," বলেন তিনি।
আবদুল মান্নান আরো জানান, বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার এবং ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনাজপুর ও পঞ্চগড় প্রায় বৃষ্টিহীন ছিল।
এর আগে বিএমডি তাদের বিশেষ আবহাওয়া বুলেটিনে বলেছিল, উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় সিত্রং দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
ঘূর্ণিঝড় ক্রমশ আরো দুর্বল হয়ে পড়েছে। আজকের মধ্যেই এর প্রভাব কেটে যাবে বলে জানানো হয়েছে।