শিল্পে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান করা হবে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে দরকারি পদক্ষেপ নেওয়া হবে।
আজ বুধবার (২৬ অক্টোবর) প্রতিমন্ত্রী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
নসরুল হামিদ বলেন, 'পরিস্থিতির যেন আরও অবনতি নাহয়- সেলক্ষ্যে গ্যাসের স্থানীয় সমস্যা সমাধানে আমরা একটি পদক্ষেপ নেব।'
নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাসের পর্যাপ্ত চাপ পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা তার কাছে করেছেন বলে উল্লেখ করেন জ্বালানি প্রতিমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এসব অভিযোগ খতিয়ে দেখে, সমাধানের চেষ্টা করব'।
এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা নসরুল হামিদের সাথে বৈঠকে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
পোশাক, বস্ত্র ও সিরামিক প্রস্তুতকারক খাতের মতো রপ্তানিমুখী শিল্পের ব্যবসায়ীরা যখন সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য চাপ দিচ্ছেন, তার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।
নসরুল হামিদ জানান, স্থানীয়ভাবে গ্যাস সরবরাহের নানান সমস্যাই ছিল বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু।
তিনি ব্যবসায়ী নেতাদের আশ্বাস দিয়ে বলেছেন, তারা আগের মতোই গ্যাস সরবরাহ পাবেন। তিনি বলেন, 'আমরা সবাই মিলে চেষ্টা করব আগামী মাসে এবং পরের বছরও সরবরাহ ভালো রাখতে'।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নসরুল বলেন, 'বৈশ্বিক পরিস্থিতির আরও অবনতি হলে পরিস্থিতি ভিন্ন হবে। সেটা ভিন্ন বিষয়।
তিনি স্বীকার করেন, 'ব্যবসায়ী নেতারা তাকে গ্যাস আমদানি বাড়ানোর অনুরোধ করেছেন। তবে এটি সরকারের সিদ্ধান্ত, তাদের নয়- বলে উল্লেখ করেন।
গ্যাস আমদানি ব্যয় বার্ষিক ১.২ বিলিয়ন ডলার বাড়ানোর জন্য ব্যবসায়ী নেতাদের অনুরোধের বিষয়ে সালমান এফ রহমান বলেন, 'বিষয়টি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নির্ভর করে না'।
'এটি সাশ্রয়ী মূল্যে গ্যাস পাওয়ার বিষয়। কিন্তু, গ্যাসের বিশ্ববাজার স্থিতিশীল নয়। পতনের পর আবার দাম বেড়েছে'।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, 'ব্যবসায়ী নেতারা শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিচ্ছেন। এনিয়ে আমরা আরও আলোচনা করব। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমস্যাটি সমাধানের চেষ্টা করব। '