কোহলিদের সমান ম্যাচ ফি পাবেন ভারতের নারী ক্রিকেটাররা
দৃষ্টান্তটা গড়েছিলো নিউজিল্যান্ড ক্রিকেট। গত জুলাইয়ে পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি সমান করে দেয় দেশটি। এবার দ্বিতীয় দেশ হিসেবে একই পথে হাঁটলো ভারত। নারী ও পুরুষ ক্রিকেটের পারিশ্রমিকে সমতা আনতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররা এখন থেকে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সমান ম্যাচ ফি পাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে এক ঘোষণা এটা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। বৈষম্য দূরীকরণে এটাকে প্রথম পদক্ষেপ উল্লেখ করে তিনি লিখেছেন, 'বৈষম্যের সঙ্গে লড়াইয়ে বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপের কথা জানাতে পেরে আনন্দিত বোধ করছি।'
'আমাদের চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের পারিশ্রমিকে সমতা আনছি আমরা। ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার নতুন যুগে প্রবেশ করছি আমরা। যেখানে পুরুষ ও নারী ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়া হবে।' লেখেন জয় শাহ।
নতুন নীতি অনুযায়ী পুরুষ ক্রিকেটারদের মতো টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ ও টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি করে ম্যাচ ফি পাবেন নারী হারমানপ্রিত কৌর-স্মৃতি মান্ধানারা। আগে টেস্টে ৪ লাখ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১ লাখ রুপি করে ম্যাচ ফি পেতেন ভারতের নারী ক্রিকেটাররা।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত। ঘোষণার দিনটাকে স্মরণীয় জানিয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'সত্যিই ভারতের নারী ক্রিকেটের জন্য স্মরণীয় একটি দিন। নারী ও পুরুষের পারিশ্রমিকে সমতা আনা হয়েছে। বিসিসিআই ও জয় শাহকে ধন্যবাদ।'
ভারতের নারী ক্রিকেটের কিংবদন্তি মিথালি রাজ বলেছেন, 'ভারতের নারী ক্রিকেটের জন্য এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী বছর থেকে আইপিএলের সঙ্গে এবার পারিশ্রমিকে সমতা, আমরা ভারতের নারী ক্রিকেটে নতুন একটি যুগে প্রবেশ করছি। এ সিদ্ধান্ত নেওয়ায় জয় শাহ স্যার এবং বিসিসিআইকে ধন্যবাদ। আজকে সত্যিই অনেক খুশি।'
ম্যাচ ফি বাড়ানো পুরুষ ক্রিকেটারদের সমান করা হলেও নারী ক্রিকেটারদের বাৎসরিক পারিশ্রমিকে আপাতত পরিবর্তন আসছে না। কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার ৫০ লাখ, 'বি' গ্রেডের ক্রিকেটার ৩০ লাখ ও 'সি' গ্রেডের ক্রিকেটার ১০ লাখ রুপি বেতন পান। পুরুষ ক্রিকেটাররা অনেক এগিয়ে। এ প্লাস গ্রেডে ৭ কোটি, 'এ' গ্রেডে ৫ কোটি, 'বি' গ্রেডে ৩ কোটি ও 'সি' গ্রেডে ১ কোটি রুপি পান পুরুষ ক্রিকেটাররা।