গুজরাট ট্র্যাজেডি: ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ চালু হয় পাঁচদিন আগে, নিহতের সংখ্যা বেড়ে ১৪১
ভারতের গুজরাটে দেড়শ বছরের পুরোনো ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১৪১ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
দুর্ঘটনার সময় ব্রিজটির ওপর নারী ও শিশুসহ প্রায় ৫০০ মানুষ অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। এদের অনেকেই সনাতন ধর্মাবলম্বীদের ছট পূজার জন্য জড়ো হয়েছিলেন।
মোরবি জেলার মাচ্চু নদীর ওপর অবস্থিত ঝুলন্ত ব্রিজটি গতকাল রোববার বিকালে ভেঙে পড়ে। এ পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ১৯ জন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
২৩০ মিটার দীর্ঘ ঐতিহাসিক সেতুটি ১৯ শতকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল। গত সাত মাস ধরে সেতুটি সংস্কারের জন্য বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে আবারও তা জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল। ব্রিজ চালুর পাঁচদিনের মাথায় ঘটল এই দুর্ঘটনা।
গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মেরজা এনডিটিভিকে বলেন, 'গত সপ্তাহেই সংস্কার কাজ হয়েছে। ঘটনাটি আমাদেরও হতভম্ব করে দিয়েছে। সরকার এই মর্মান্তিক দুর্ঘটনার দায় নিচ্ছে'।
স্থানীয় মিউনিসিপ্যাল বডির প্রধান সন্দীপসিন জালা বলেন, সংস্কারকারী প্রতিষ্ঠান শতবর্ষ পুরোনো এই ব্রিজ চালু করার আগে কোনো নিরাপত্তা সনদ নেয়নি।
ভারতের জাতীয় দুর্যোগ ও সাড়াদান ফোর্স (এনডিআরএফ)-এর পাঁচটি দল রাতভর নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান চালিয়েছে। আর্মি, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও পরবর্তীতে উদ্ধার অভিযানে অংশ নেয়।
গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি ঘটনার তদন্ত করছে।
এদিকে তিন দিনে সফরে নিজ রাজ্য গুজরাটে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর গুজরাটে থাকাকালেই ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা।
প্রধানমন্ত্রী উদ্ধার অভিজানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে জরুরিভাবে উদ্ধারকারী দলগুলোকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন।
রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক ভিক্টিমের পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।