আমন মওসুমের চাল ক্রয়ে কেজিতে ২ টাকা, ধানে ১ টাকা বাড়িয়েছে সরকার
আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সরকারিভাবে আমন মওসুমের ধান ও চাল সংগ্রহ। চাল ক্রয়ে কেজিতে ২ টাকা বাড়িয়ে ৪২ টাকা এবং ধানে কেজিতে ১ টাকা বাড়িয়ে ২৮ টাকা দর নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, এবছর আমন মওসুমে পাঁচ লাখ টন চাল এবং তিন লাখ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতিকেজি চাল ৪২ টাকা এবং ধান ২৮ টাকা দরে কেনা হবে।
গত বছর আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল কিনেছিল সরকার।
তিনি বলেন, সংগ্রহের এই লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে, স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে সরকারকে আমদানির ওপর আরও বেশি নির্ভরশীল হতে হবে।