সমাবেশে যোগ দিতে দুই দিন আগেই বরিশালে এসেছেন বিএনপির নেতাকর্মীরা
দুই দিনের পরিবহন ধর্মঘট উপেক্ষা করে আগামীকাল শনিবার দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা।
নথুল্লাবাদে অবস্থিত বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করে দেখা যায় সেখানে উপচেপড়া ভিড় ছিল। কারণ শুক্রবার সকাল থেকে শুরু হতে যাওয়া পরিবহন ধর্মঘটের ভয়ে এক দিন পূর্বেই গন্তব্যে যাওয়ার জন্য কয়েকশ যাত্রী সেখানে পৌঁছায়।
সুবর্ণ পাল নামের এক যাত্রী বলেন, 'শুক্রবার ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু শুক্রবারের পরিবহন ধর্মঘটের কথা মাথায় রেখে আমি একদিন আগে এখানে এসেছি।'
বৃহস্পতিবার সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন।
পটুয়াখালীর যুবদল কর্মী সাদিকুর রহমান বলেন, 'পরিবহন ধর্মঘটের কারণে দুই দিন আগে এখানে এসেছি। আর কোনো জায়গা না পেয়ে আত্মীয়ের বাসায় থাকছি।'
বৃহস্পতিবার বিকেলে নগরীর জিলা স্কুল মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশের তিনটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে ছাত্রলীগের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন বলেন, 'হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, আমাদের আহত করে এবং আমাদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। তারা আমাদের সমাবেশে বাধা দেয়ার জন্য এটি করছে। যা আমরা করতে দিব না, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন।'
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পরিবহন নিষেধাজ্ঞা দিয়ে তাদের নেতাকর্মীদের আগমন ঠেকানো যাবে না।
তিনি আরও বলেন, 'আমাদের হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন, যার অর্থ সরকারের পক্ষ থেকে তা বানচাল করার শত প্রচেষ্টা সত্ত্বেও আমাদের সমাবেশ সফল হতে চলেছে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, যাই ঘটুক না কেন।'