অ্যাডিলেডে লিটলের বড় কীর্তি
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে হ্যাটট্রিক করেন কার্টিস ক্যাম্পার। আয়ারল্যান্ডের ডানহাতি এই পেসার চার বলে চার উইকেট নিয়ে দেশের টি-টোয়েন্টি ইতিহাসে হ্যাটট্রিকের পাতা খোলেন। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্বকাপের পরের আসরে একই কীর্তি গড়লেন তার স্বদেশী জশ লিটল। অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাঁহাতি এই আইরিশ পেসার।
দেশের এবং এবারের আসরের দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ২৩ বছর বয়সী এই তরুণ। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পান। গত ১৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়ার জিলংয়ে আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি।
তালিকাটা আরেকটু বড় করলেন লিটল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার হ্যাটট্রিকটি ষষ্ট। দারুণ এই কীর্তিতে তার নাম বসেছে ব্রেট লি, ভানিন্দু হাসারাঙ্গা, কাগিসো রাবাদাদের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা ৪০তম হ্যাটট্রিক। বিশ্বকাপ ইতিহাসের প্রথম বাঁহাতি পেসার হিসেবে হ্যাটট্রিক করা লিটল ১৯তম ওভারে টানা তিন বলে কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারকে আউট করেন।
টি-টোয়েন্টি এবং এই ফরম্যাটের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন ব্রেট লি। সাবেক অজি তারকা পেসার ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও অলোক কাপালিকে আউট করে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক গড়ার রেকর্ডের পাতা খোলেন। এর পর কয়েকটি আসরে হ্যাটট্রিকের দেখা মেলেনি।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার বলে চার উইকেট নেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্পার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন। এবারের আসরে মিয়াপ্পানের পর এলিট এই তালিকায় নিজের নাম তুললেন লিটল।