পরিবেশ অধিদপ্তরকে ৪ জেলার অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ হাইকোর্টের
বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট, ঠাকুরগাঁও জেলায় অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৭ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি আগামী ২ সপ্তাহের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করে দাখিল করতে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি জানিয়েছেন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ।
ইটভাটা লাইসেন্স ছাড়া কোনো ভাটা নির্মাণ করা যাবে না এমন বিধান থাকা সত্যেও এসব অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।
বিষয়টি দৈনিক পত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশিত হলে ৬ নভেম্বর জনস্বার্থে রিট করেন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।