দেশে ডলারের কোনো ঘাটতি নেই, এটা মিডিয়ার সৃষ্টি: মোমেন
দেশে ডলারের কোনো ঘাটতি নেই, বরং এটি গণমাধ্যমের সৃষ্টি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ডলার সংকটের কারণে ব্যাংকগুলো লোকেদের এলসি খুলতে দিচ্ছে না এমন দাবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের ডলারের সংকট নেই। কিন্তু মিডিয়া এখন সেটিই প্রচার করছে। আমাদের কাছে এখনো ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারের রিজার্ভ আছে, যা কয়েক মাসের আমদানির জন্য যথেষ্ট।"
মন্ত্রী বলেন, "আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে ৩ থেকে সাড়ে ৩ বিলিয়ন ছিল। এখন তা ৩৪ থেকে ৪৮ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে।"
এলসি সম্পর্কে তিনি বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না। ব্যাংকের লোকজনকে জিজ্ঞাসা করুন, বাংলাদেশ ব্যাংক এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করুন।"
"আমি শুনেছি, লোকেরা ওভার ইনভয়েস করে। কারণ তারা (দেশে) যা আনছে তার চেয়ে বেশি দেখায়। সম্ভবত সে কারণেই এটি ঘটছে, অন্যথায় এলসি খুলতে না পারার কোনো কারণ নেই," যোগ করেন তিনি।
"এটি পরীক্ষা করা দরকার কারণ আমাদের দেশে খারাপ লোকের অভাব নেই," বলেন মন্ত্রী।
আজ দুপুরে বুয়েটের খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।