আসছে লগান ২! সেমিফাইনাল সামনে রেখে 'লগান' মিমে সয়লাব টুইটার
টি-২০ বিশ্বকাপ- ২০২২ এর ফাইনালে জায়গা করে নিতে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে মাঠে নামতে চলেছে ভারত। মাঠে নামতে এখনও সময় থাকলেও টুইটার এরমধ্যেই খেলা নিয়ে নানান পোস্টে সয়লাব হয়ে উঠেছে। শুধু পোস্টই না, শেয়ার হচ্ছে নানা রকম মিমও। আমির খানের 'লগান' সিনেমার মিমগুলো নিয়েও চলছে বেশ হাসিঠাট্টা। খবর হিন্দুস্তান টাইমসের।
নেটফ্লিক্স ইন্ডিয়া-ও এক টুইটে লিখেছে, ভারত সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর তাদের লগান সিনেমার কথাই মনে হচ্ছে। লগানের রিমেক দেখার সুযোগ হবে এবার!
আসলে ম্যাচ নিয়ে এবার উত্তেজনা এতটাই তুমুল যে ক্রিকেট ভক্তরা লাগানের উদাহরণ টেনে আনছেন। বলিউড স্টার আমির খান অভিনীত লগান সিনেমাটি বলিউডের অন্যতম আইকনিক সিনেমা। সিনেমার গল্প ব্রিটিশ ভারতের। সেখানে দেখা যায় তিন বছর জন্য কর মওকুফের বাজিতে ব্রিটিশদের হারাতে ব্যাটবল হাতে ক্রিকেট খেলায় নামে ভারতীয়রা।
টানটান এক খেলার মধ্য দিয়ে ব্রিটিশদের হারিয়ে দেয় অনভিজ্ঞ গ্রামবাসী খেলোয়াররা। নাক কাটা যায় উদ্ধত ব্রিটিশ অফিসারের। কিন্তু বাস্তবে এবার কি ভারতীয়রা জিততে পারবে? আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। ততক্ষণ টুইটারের মিমগুলো দেখেই মন হালকা করা যেতে পারে।