বিশ্বকাপ সেরার দৌড়ে কোহলি, আফ্রিদিদের সঙ্গে আছেন রাজাও
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। ৯ জন আছেন এই তালিকায়, যার মধ্যে সমর্থকদের ভোটে একজনকে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করবে আইসিসি। সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য ইংল্যান্ডের খেলোয়াড়দের, ইংলিশদের তিনজন আছেন এই তালিকায়। এছাড়া আরেক ফাইনালিস্ট পাকিস্তান এবং ভারতের দুইজন করে, জিম্বাবুয়ে এবং শ্রীলংকার একজন করে আছেন ৯ জনের তালিকায়।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দের সংখ্যা মোটেও কম নয়, সেখান থেকে ৯ জনকে বেছে নেওয়া কঠিন কাজই ছিলো। পারফরম্যান্স বিচারে যে ৯ জন সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে সেরা হিসেবে বেছে নেওয়ার কাজটা এবার সমর্থকদের হাতেই ছেড়ে দিয়েছে আইসিসি।
যে ৯ জন আছেন আইসিসির সেরা পারফর্মার এর সংক্ষিপ্ত তালিকায়-
বিরাট কোহলি (ভারত)
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় ব্যাটিং সেনসেশান। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ৪টিতেই অর্ধশতকের দেখা পেয়েছেন কোহলি। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের অপরাজিত ইনিংসকে অনেকেই টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বলছেন। সব মিলিয়ে ৯৮.৬৬ গড়ে এবং ১৩৭ স্ট্রাইক রেটে কোহলির রান ২৯৬।
সূর্য কুমার যাদব(ভারত)
এ বি ডি ভিলিয়ার্সের পর বিশ্ব ক্রিকেটে এখন তিনি ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। বিশ্বকাপেও নিজের নামের প্রতি সুবিচার করেছেন সুরিয়া। ৬ ম্যাচে ১৯০ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন তিনি, বিশ্বকাপে তার থেকে বেশি স্ট্রাইক রেট নেই কারোর।
শাদাব খান (পাকিস্তান)
ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। তার মূল কাজ বোলিং, সেখানে ৬ ম্যাচ খেলে ১০ উইকেট তুলে নিয়েছেন শাদাব। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শাদাবের ব্রেক থ্রু পাকিস্তানের ফাইনালে উঠার অন্যতম কারণ।
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)
তালিকার আরেক পাকিস্তানি, পেস বোলিং সেনসেশান শাহিন আফ্রিদি। দুর্দান্ত ইকোনমিক রেটে বল করেছেন বিশ্বকাপে, মাত্র ৬.১৭ ইকোনমিতে ১৪.৬৬ গড়ে ১০ উইকেট নিয়েছেন এই স্পিডস্টার।
স্যাম কারান (ইংল্যান্ড)
স্যাম কারানের পাওয়ার প্লের ইকোনমিকাল বোলিং ইংল্যান্ডের অন্যতম ভরসার জায়গা। বিশ্বকাপে মাত্র ১৩.৬০ গড়ে ১০ উইকেট নিয়েছেন কারান। তার বোলিংয়ের ওভারপ্রতি রানের গড়ও ঈর্ষণীয়, প্রতি ওভারে গড়ে মাত্র ৭.২৮ রান দিয়েছেন কারান।
জস বাটলার (ইংল্যান্ড)
ভারতের বিপক্ষে এলেক্স হেলসের সাথে ওপেনিং পার্টনারশিপে ঝড় তুলেছেন তো বটেই, আরেকটি অর্ধশতক সহ ১৪৪ স্ট্রাইক রেটে ৬ ম্যাচে ১৯৯ রান করেছেন ইংলিশ অধিনায়ক । উইকেটের পেছনেও বাটলারের পারফরম্যান দুর্দান্ত, মোট আটটি ডিসমিসাল করেছেন তিনি।
অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
ভারতের বিপক্ষে বাটলার-হেলসের ওপেনিং জুটির তান্ডবের শুরুটা করেছিলেন এই হেলসই। অক্রিকেটীয় কারণে তিন বছর দলের বাইরে থাকার পর এবারের বিশ্বকাপে দলে ফিরিয়ে বুঝিয়েছেন নিজের গুরুত্ব। ভারতের বিপক্ষে অপরাজিত ৮৬ রানের পাশাপাশি আরেকটি অর্ধশতক সহ ১৪৯ স্ট্রাইক রেটে ৬ ম্যাচে হেলসের সংগ্রহ ২১১ রান।
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
বেশকিছু দিন ধরেই সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন সিকান্দার রাজা। এবারের বিশ্বকাপেও সেটির ব্যতিক্রম ছিলো না। ব্যাটে- বলে সমান পারফরম্যান্স দেখিয়েছেন রাজা। কোয়ালিফায়ার খেলে সুপার টুয়েলভে আশায় রাজা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেটি কাজেও লাগিয়েছেন দুর্দান্তভাবে। ৮ ম্যাচে ২১৯ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা)
দল সুপার টুয়েলভে মাত্র একটি ম্যাচ জিতে বাদ পড়লেও হাসারাঙ্গার ব্যক্তিগত পারফরম্যান্স সংক্ষিপ্ত তালিকায় তাকে একমাত্র শ্রীলংকান হিসেবে জায়গা করে দিয়েছে। শ্রীলংকার হয়ে কোয়ালিফায়ার এবং সুপার টুয়েলভ, উভয় জায়গাতেই দারুণ বোলিং করেছেন হাসারাঙ্গা। ৮ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ১৫টি উইকেট, যেখানে তার গড় ছিল মাত্র ১৩.২৬, সাথে ওভারপ্রতি ৬.৪১ রান দেয়া প্রমাণ করে তার অসাধারণ বোলিং কৃতিত্ব।