ইপিএলের ক্লাব লিভারপুল কেনার দৌড়ে শামিল হলেন মুকেশ আম্বানি
ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব লিভারপুল এফসি কেনার দৌড়ে শামিল হয়েছেন বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ক্লাবটি বিক্রির ঘোষণা দিয়েছে। ইংলিশ দৈনিক দ্য মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, এফসিজি ক্লাবটিকে ৪ বিলিয়ন পাউন্ডে বিক্রি করতে আগ্রহী।
২০১০ সালে লিভারপুলের মালিকানা নিজেদের হাতে নিয়েছিল এফএসজি। চলতি সপ্তাহের শুরুতে ক্লাব বিক্রির খবরে অবাক হয়েছেন অনেকেই। তবে বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল এফসি কেনার দৌড়ে ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানির যোগ দেওয়ার খবর এতে নতুন মাত্রা যোগ করেছে।
এই মুহূর্তে ৯০ বিলিয়ন পাউন্ডের মালিক মুকেশ আম্বানির আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ানস নামে একটি দল রয়েছে। তাই ক্রীড়া অনুরাগী এই বিলিয়নিয়ার লিভারপুল এফসিকে কিনে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ফেনওয়ে গ্রুপ ইতোমধ্যেই ক্লাবটি বিক্রির ব্যাপারে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের ধনকুবেরদের সাথে আলোচনা চালাচ্ছে, তাই ক্লাবের মালিকানা চাইলে এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে আম্বানিকে!
এফএসজির অধীনে বিগত বছরগুলোতে বেশ সাফল্য পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কারাবাও কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপের মতো শিরোপা রয়েছে লিভারপুলের ঝুলিতে।
সূত্র: দ্য মিরর