'এলিয়েন মেসি একাই আর্জেন্টিনার ভরসা নন'
তাকে 'এলিয়েন' আখ্যায়িত করে কম প্রশংসা হয় নি বিশ্বজুড়ে। শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাওয়া কথাই আরেকবার বললেন লিওনেল মেসির আর্জেন্টিনা সতীর্থ আনহেল ডি মারিয়া। মেসিকে 'এলিয়েন' বলে প্রশংসা করার পাশাপাশি দল হিসেবে আর্জেন্টিনা যে সবসময় এক মেসির উপরই নির্ভরশীল নয় সেটিও দাবি করেন এই আর্জেন্টাইন উইঙ্গার।
মেসিকে 'এলিয়েন' আখ্যায়িত করে আর্জেন্টিনা উইঙ্গার আনহেল ডি মারিয়া বলেছেন দল হিসেবে আর্জেন্টিনা শুধুমাত্র মেসির একার উপরই নির্ভরশীল নয়। বয়সের কোটা মাঝ ৩০ পেরোলেও মেসিকে এখনও বিশ্বের সেরা খেলোয়াড় বলে মনে করেন ডি মারিয়া।
মেসির পাশে খেলতে পারাকে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন বলেছেন ডি মারিয়া,"মেসির পাশে খেলতে পারাটা সৌভাগ্যের। মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়, ও একটা এলিয়েন। মেসির সাথে খেলা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। মেসির সাথে আমি ক্যারিয়ারের শুরু থেকেই অনেক সময় কাটিয়েছি আর আমরা একজন আরেকজনকে খুব ভালো বুঝি।"
লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যে দল হিসেবে একতাবদ্ধ সেটি তাদের গত দুই বছরের পারফরম্যান্সেই স্পষ্ট। দলের সাফল্যের পেছনে মেসির অবদান অনস্বীকার্য হলেও তিনিই যে দলের একমাত্র ভরসার জায়গা নন সেটিও উল্লেখ করেছেন ডি মারিয়া, "মেসিকে বল দিলে সে সবসময়ই কোনো না কোনো উপায় বের করে ফেলে। তবে সবসময় যে শুধু ওকেই বল দেয়া লাগবে বিষয়টা এমন না। আমাদের দলে আরো অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যারা দলকে টেনে নিয়ে যেতে সক্ষম।"
কাতার বিশ্বকাপ ডি মারিয়ার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। লিওনেল স্কালোনির তুরুপের তাস তিনি। অনেককে মনে করেন ২০১৪ বিশ্বকাপ ফাইনাল চোটের জন্য মিস না করলে আর্জেন্টিনাই হতে পারতো চ্যাম্পিয়ন। ডি মারিয়ার নিজের আফসোস নিশ্চয়ই সবচেয়ে বেশি। কাতারে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে সেই আক্ষেপ মেটাতে নিজের সর্বোচ্চটাই দিবেন ৩৪ বছর বয়সী এই উইঙ্গার।