আগামী বছর টিভি সিরিজ নির্মাণের পরিকল্পনা জানালেন টারান্টিনো!
অস্কারজয়ী হলিউড চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। প্রথম ধাক্কায় খবরটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও, এমনটাই জানানো হয়েছে সংবাদমাধ্যম ইন্ডিঅয়্যার-এর এক প্রতিবেদনে। নিজের প্রকাশিত বই 'সিনেমা স্পেকুলেশন'র প্রচারণার অংশ হিসেবে নিউইয়র্ক সিটিতে এলভিস মিচেলের সঙ্গে আলোচনায় বসেছিলেন টারান্টিনো। সেখানেই এই চলচ্চিত্র নির্মাতা জানিয়েছেন, আট পর্বের একটি টিভি সিরিজ নির্মাণ করবেন তিনি।
'পাল্প ফিকশন' খ্যাত এই অত্যুর পরিচালকের টিভি সিরিজটি মুক্তি পাবে ২০২৩ সালে। টারান্টিনোর সিরিজ বলে কথা, এরই মধ্যে নড়েচড়ে বসেছেন ভক্তরা। এদিকে ২০১৫ সালের চলচ্চিত্র 'দ্য হেইটফুল এইট'কে এপিসোড আকারে মুক্তি দিতে সম্প্রতি নেটফ্লিক্সের সাথে চুক্তি করেছেন টারান্টিনো।
এর আগে আমেরিকান টিভি সিরিজ 'ফ্রম ডাস্ক টিল ডন: দ্য সিরিজ'-এর চিত্রনাট্যের কৃতিত্ব দেওয়া হয়েছিল টারান্টিনোকে। এছাড়া তিনি ২০০৫ সালে 'সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন' নামক সিরিজের দুই এপিসোড পরিচালনা করেছিলেন। তবে আসন্ন সিরিজে টারান্টিনো নিজেই থাকবেন পরিচালকের ভূমিকায়।
টারান্টিনো জানিয়েছেন, বহুদিন ধরে তার দশম ও সর্বশেষ ফিল্ম আসবে বলে যে গুজব চলছে তার কোনোকিছু এখনো স্পষ্ট বা নিশ্চিত নয়। বরং দর্শকদের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' পরিচালক যে- "থিয়েটারই যদি না থাকে তাহলে সিনেমা বানিয়ে কী লাভ? তিনি আরও জানিয়েছেন যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাকে তার সর্বশেষ ফিচার ফিল্ম হিসেবে ধরে নেওয়া যাবে না।
২০২০ সালে টারান্টিনো ঘোষণা দিয়েছিলেন যে নিজের দশম চলচ্চিত্রটি নির্মাণের পরেই তিনি অবসরে যেতে ইচ্ছুক। কিন্তু এখনো পর্যন্ত সেই 'শেষ' সিনেমার ব্যাপারে নিশ্চিত না হলেও, 'রিজারভয়্যার ডগস' নির্মাতা জানিয়েছেন তার শেষ সিনেমাটি হবে একেবারেই মৌলিক গল্প।
এদিকে হার্পার কলিন্সের সাথে টারান্টিনোর দুটি বইয়ের ব্যাপারে চুক্তি সম্পন্ন হয়েছে, যার একটি হলো 'সিনেমা স্পেকুলেশন'। গত ২৫ অক্টোবর প্রকাশিত হয়েছে এটি।
২০২০ সালেই টারান্টিনো বলেছিলেন, "জীবনের এ পর্যায়ে এসে আমার মনে হয়েছে এখন একটু সাহিত্যের দিকে ঝুঁকে পড়লে কেমন হয়!" অবশেষে নিজের সেই পরিকল্পনা বাস্তবায়ন করেই দেখিয়েছেন খ্যাতনামা এই চলচ্চিত্র নির্মাতা।