মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১
গত ২০ নভেম্বর ঢাকার আদালত চত্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মোঃ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন গ্রেপ্তারকৃতের নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি।
পুলিশ জানায়, রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ১২ আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
বাকি ১০ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পলাতক দুই আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান (২৪) এবং আবু সিদ্দিক সোহেল (৩৪) নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার দায়ে গত বছরের ফেব্রুয়ারিতে এদের দুজন সহ সংগঠনটির আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হারুন অর রশিদ আরও জানান, অন্তত ১৮ জন এ পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুই মোটরবাইকে আরোহী চারজন লোক এসে পুলিশের মুখে স্প্রে করে ওই দুইজনকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।