একসময় টানা ৮৫৭ মিনিট অপরাজিত থাকা গোলরক্ষকই দেখলেন বিশ্বকাপের প্রথম লাল কার্ড
কাতার বিশ্বকাপে প্রথমবার দেখা গেল লাল কার্ড। শুক্রবার গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে খেলার দিন লাল কার্ড দেখেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি। খেলার নির্ধারিত সময় শেষ হতে চার মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন একসময় টানা ৮৫৭ মিনিট গোল না খাওয়া হেনেসি। শেষ মুহূর্তের নাটকীয়তায় ইরানের বিরুদ্ধে ম্যাচটি হেরেও গিয়েছে ওয়েলস।
ম্যাচের ৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন হেনেসি। ম্যাচে তখনো কোনো গোল হয়নি। ইরানের সাধারণ একটি আক্রমণের জবাবে হঠাৎ গোল বক্সের বাইরে চলে আসেন হেনেসি। ইরানের স্ট্রাইকারকে আটকাতে অনেকটা কুং-ফু স্টাইলে পা তুলে দেন তিনি। বল চলে যাওয়ার পর পা ওঠায় রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু 'ভার' দেখে নিজের সিদ্ধান্ত বদল করেন এবং সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। এর পরেই পাল্টে যায় ম্যাচের ফল। শেষ বেলায় ইরান দু'টি গোল করে, ফলে হেরে যায় ওয়েলস।
ইংল্যান্ডের লিগ টু-তে স্টোকপোর্ট কাউন্টির হয়ে খেলার সময় ৮৫৭ মিনিট কোনও গোল না খাওয়ার রেকর্ড গড়েছিলেন হেনেসি। তাঁর জীবনের প্রথম ক্লাব ছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। সেই দল থেকে লোনে প্রথমে তিনি যান ব্রিস্টল সিটিতে। পরে স্টোকপোর্টে খেলতে যান হেনেসি। সেখানেও গিয়েছিলেন লোনে।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসের হয়েও খেলেছেন হেনেসি। এই দলের হয়ে ৭ বছরে ১১০টি লিগ ম্যাচ খেলেছেন তিনি। এখন তিনি খেলেন নটিংহ্যাম ফরেস্টের হয়ে।
ওয়েলসের হয়ে হেনেসির অভিষেক হয় ২০০৭ সালে। ১০৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে দেশের হয়ে। ৩৫ বছরের হেনেসি দেশের অন্যতম সেরা গোলরক্ষক। তাঁর উপর ভরসা রেখেই বিশ্বকাপে খেলতে নেমেছিল ওয়েলস। কিন্তু লাল কার্ড দেখে তিনি বেরিয়ে যাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে না হেনেসিকে।
সূত্র: ডেইলি মিরর