নির্জন দ্বীপে আকরামকে একা ফেলে চলে গিয়েছিলেন ইমরান!
সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ঘুরছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক পেসার ওয়াসিম আকরামের একটি সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কাটানো ভালো কিছু সময়ের স্মৃতিচারণ করেছেন তিনি। একসঙ্গে থাকাকালীন নিজেদের কিছু মজার মজার গল্প নেটিজেনদের শুনিয়েছেন আকরাম। জিও নিউজ অবলম্বনে।
আকরামের ক্যারিয়ার শুরুতে ইমরান ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক। অধিনায়কত্বের সময় বেশ কঠোরতা দেখালেও ইমরান বেশ রসিক ছিলেন বলেই জানান আকরাম।
সাবেক পেসার বলেন, একবার ইমরান তাকে এক নাইট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। সেখানে পৌঁছে নারীদের মধ্যে ইমরানের জনপ্রিয়তা দেখে হতবাক হয়ে যান সাবেক এই ফাস্ট বোলার।
আকরাম বলেন, "ইমরানের সঙ্গে হাত মেলানোর (করমর্দন) জন্য মেয়েরা লাইনে দাঁড়িয়েছিল।" সে এক দুর্দান্ত অভিজ্ঞতা ছিল বলে উল্লেখ করেন তিনি।
এরসঙ্গে আরও একটি মজার গল্প শুনিয়েছেন সাবেক পেসার। নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে একবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ইমরান। সঙ্গে ছিলেন আকরামও। তবে দেখাসাক্ষাৎ শেষে, সেই মার্কিন দ্বীপে আকরামকে একা ফেলেই চলে গিয়েছিলেন পিটিআই প্রধান।
"তিনি (ইমরান) আমাকে এবং তার এক নারী বন্ধুকে এয়ারপোর্টে নিয়ে গেলেন। নিজস্ব বিমান ছিল মেয়েটির। আমরা তার ব্যক্তিগত বিমানে উঠলাম, প্রায় ৪৫ মিনিটের মতো নির্জন দ্বীপটিতে ঘুরলাম আমরা। এরপর তারা আড্ডা দিতে একটি বাড়িতে গেল। আমি বললাম, ঠিক আছে; এখন আমরা কী করবো? আমি হোটেলেও ফিরতে পারছিলাম না, কারণ দক্ষিণ আমেরিকার একটি নির্জন দ্বীপের মধ্যে একা ছিলাম," হাসতে হাসতে বলেন আকরাম।
ওয়াসিম আকরাম এবং ইমরান খান, দুজনেই একই সময়ে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন। তারা দুজনেই ছিলেন দেশের খ্যাতনামা ক্রিকেটার। ১৯৯২ সালে ইমরানের অধিনায়কত্বে বিশ্বকাপ জয়ী হয় পাকিস্তান। সেসময় আকরাম ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের ফাস্ট বোলার।