গুটিকয়েক বিখ্যাত স্কুলের পেছনে ছুটবেন না: অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী
সন্তানদের জন্য ভালো শিক্ষা নিশ্চিত করতে কেবল বিখ্যাত কয়েকটি স্কুলেই ভর্তি করতে হবে- অভিভাবকদের এমন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৮ নভেম্বর) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ গ্রহণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "গুটিকয়েক বিখ্যাত স্কুল আছে। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, সেখানে পড়তে না পারলে মর্যাদা থাকবে না; আবার কেউ কেউ মনে করেন যে, তাদের সন্তানরা ওই স্কুলগুলোতে পড়াশোনা না করলে তারা কোনো শিক্ষাই পাবে না। এই মানসিকতা পরিবর্তন করা দরকার।"
এ সময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এসএসসি ফলাফলের সারসংক্ষেপ ও সংশ্লিষ্ট পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিজ্ঞজনেরা, বিজ্ঞানী, সিভিল সার্ভিসের কর্মকর্তা ও নেতাসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলা পর্যায়ের স্কুলে পড়াশোনা করেছেন। এই স্কুলগুলোকে অবহেলা করা উচিত নয়।
তিনি বলেন, "বিখ্যাত স্কুলগুলো আজ ভালো ফলাফল দেখাচ্ছে, কারণ সবচেয়ে মেধাবীরাই সেখানে ভর্তি হয়।"
তিনি বলেন, কৃতিত্ব তাদেরকে (শিক্ষক এবং বিদ্যালয়) দেওয়া উচিত, যারা মধ্যম সারির শিক্ষার্থীদের তৈরি ও বিকাশ লাভে সহায়তা করে এবং এর মাধ্যমে তারা সম্ভাব্য সেরা ফলাফল নিশ্চিত করতে করে।
"তাদের সমর্থন দেওয়া উচিত এবং পুরস্কৃত করা উচিত," যোগ করেন তিনি।
এ বছর মাদ্রাসা (দাখিল) ও কারিগরি শিক্ষাবোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে ২০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৫.৯৯ লাখ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২.৬৮ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১.৫৩ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।