দরিদ্রদের সাড়ে ১৪ হাজার কোটি রুপি নগদ অর্থ সহায়তা দিচ্ছে পাকিস্তান
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ১৪ হাজার ৪০০ কোটি রুপি সমমানের নগদ অর্থ সহায়তা দেওয়ার কথা জানান। এটি আর্থ-সামাজিক সহায়তা তহবিল 'এহসাস' থেকে দেওয়া হবে।
ইতোমধ্যেই, ৫ হাজার কোটি রুপি দেওয়া হয়েছে ব্যাংকিং ব্যবস্থায়। এখান থেকে পরিবারপ্রতি ১২ হাজার রুপি, চার মাসভিত্তিক একটি দারিদ্র্যভাতা কর্মসূচীর আওতায় দেওয়া হবে। সমাজের অতি-দরিদ্র এবং নিম্ন আয়ের এক কোটি ২০ লাখ দিনমজুর পরিবার এই ভাতা পাচ্ছে।
দেশজুড়ে করোনাভাইরাস বিস্তাররোধে চলমান লকডাউনের কারণে সমাজের নিম্ন আয়ের মানুষের সংকটের কথা মাথায় রেখেই- ইমরান খান এই পদক্ষেপ নিয়েছেন।
ইতোমধ্যেই আলোচিত বরাদ্দ থেকে অর্থ বিতরণ শুরু হয়েছে। গত শুক্রবার অর্থ বিতরণের প্রথম দিন প্রায় ৪ কোটি মানুষের কাছে এই সংক্রান্ত মুঠোফোন বার্তা দেয় পাকিস্তানী কর্তৃপক্ষ।
'টেক্সট ম্যাসেজে' সরকার নির্ধারিত দুটি ব্যাংক; ব্যাংক আল-ফালাহ এবং হাবিব ব্যাংকের ১৭ হাজার স্থানীয় শাখা এবং প্রাদেশিক সরকারগুলোর প্রতিষ্ঠিত তিন হাজার অস্থায়ী ক্যাম্প থেকে এসব অর্থ সংগ্রহ করতে বলা হয়।
আর শুক্রবার অর্থ বিতরণের প্রথমদিনেই অভাবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উচ্চমুল্যস্ফীতির চাপে থাকা পাকিস্তানের দরিদ্ররা সরকার নির্ধারিত পয়েন্ট থেকে অর্থ সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের কথা এক আনুষ্ঠানিক ঘোষণায় জানান, তার বিশেষ উপদেষ্টা ডক্টর ফিরদৌস আশিক আওয়ান।
এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী ইমরান খান এহসাস জরুরি নগদ অর্থ বিতরণ কর্মসূচী শুরু করার নির্দেশ দিয়েছেন। এর আওতায় দেশের এক কোটি ২০ লাখ দারিদ্র্য কবলিত পরিবারকে মাসিক ১২ হাজার রুপি করে দেওয়া হবে। সরকার এজন্য ১৪ হাজার ৪০০ কোটি রুপি ররাদ্দ দিয়েছে।
পাশাপাশি আরও আড়াইশ কোটি রুপি রমজানের বিশেষ সহায়তার কথা জানান। এই অর্থ থেকে সরকার রমজান মাসে ১৯ প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিশেষ ভর্তুকি দিচ্ছে, যার আওতায় সরকারি সংস্থা ইউটিলিটি স্টোর কর্পোরেশন (ইউএসসি) স্বল্পমূল্যে পণ্যদ্রব্য বিক্রি করবে।