বছরের প্রথম আট মাসে ইউরোপে পোশাক রপ্তানি প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ
চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ থেকে পোশাকপণ্য আমদানি- গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.২৬ শতাংশ বেড়েছে।
পোশাক রপ্তানিকারক সব দেশের মধ্যে এককভাবে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড বলে জানিয়েছে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা- ইউরোস্ট্যাটের তথ্য।
ইইউ বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্লকটি বাংলাদেশ থেকে মোট ১৫.৩৭ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাকপণ্য কিনেছে। সে তুলনায় পোশাক রপ্তানিকারক অন্যান্য সব দেশ থেকে সামষ্টিকভাবে আমদানি করেছে ৬৭.১৮ বিলিয়ন ডলারের পোশাক।
এ ছাড়া, এ সময়ে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকের অবস্থান ধরে রাখে বাংলাদেশ। ইইউ এর মোট পোশাক আমদানির ২২.৮৯ শতাংশই হয় এদেশ থেকে।
ইইউ'তে শীর্ষ পোশাক রপ্তানিকারক হলো চীন। প্রথম আট মাসে তাদের বাজার দখল ছিল ২৮.০৬ শতাংশ, এবং চীনা উৎস থেকে ইইউ এর আমদানি প্রবৃদ্ধি হয় ২৬.৫৯ শতাংশ।
জানুয়ারি-আগস্ট সময়ে ইউরোপে মোট ১৮.৮৫ বিলিয়ন ডলারের পোশাকপণ্য রপ্তানি করেছে চীন।
বাংলাদেশের পরই ইইউ'য়ে পোশাকপণ্য রপ্তানিতে রয়েছে তুরস্ক। দেশটি থেকে ইইউ এর আমদানি প্রবৃদ্ধি ছিল ২০.৩৮ শতাংশ।
সে তুলনায়, জানুয়ারি-আগস্টে ভারত থেকে ৩.৫৬ বিলিয়ন ডলারের পোশাকপণ্য আমদানি করে ইইউ। আগের বছরের তুলনায় আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৮.৮৫ শতাংশ।