সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোকে সাইড বেঞ্চেই দেখতে চান পর্তুগিজরা!
বিশ্বকাপ, ক্লাব ফুটবল কিংবা যেকোনো বড় আসরে গণমাধ্যমের নজরে সবচেয়ে বেশি থাকেন তিনি। কিন্তু এবারের কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত তেমন কোনো চমক দেখাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো; বরং তার প্রতিদ্বন্দ্বী তারকা মেসি-এমবাপ্পেরা ইতোমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন। হ্যাঁ, পর্তুগাল নক-আউট পর্বে পৌঁছেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপে এর মধ্যে মাত্র একটি গোল করেছেন সিআরসেভেন এবং তা পেনাল্টি থেকে।
অতীতে ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামা মানেই ফুটবলীয় দক্ষতা ও শারীরিক ফিটনেস-দৃঢ়তার প্রদর্শন ছিল, এখন তা অনেকটাই ফিকে হয়ে গেছে। আর কাতার বিশ্বকাপই হতে পারে ৩৭ বছর বয়সী রোনালদোর শেষ বিশ্বকাপ।
তবে বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। সুইসদের বাধা পেরোতে পারলেই কোয়ার্টার ফাইনালে পা রাখবে রোনালদোর দল। কিন্তু নক-আউট পর্বের এই ম্যাচে রোনালদোকে সাইড বেঞ্চেই দেখতে চায় তার দেশের জনগণ!
এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে, পর্তুগাল দলে রয়েছে আরও অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, গুইদেস্, আন্দ্রে সিলভা এবং গনসালো সান্তোসের মতো খেলোয়াড়রা হয়তো স্পেস পেলে দারুণ পারফরমেন্স দেখাবেন, কিন্তু রোনালদোর ছায়ায় আড়ালেই থেকে যাচ্ছেন তারা।
সে কারণেই পর্তুগিজ সংবাদপত্র 'আ বোলা' তাদের পাঠকদের মধ্যে একটি জরিপ চালিয়েছে যে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই রোনালদোকে নামানো উচিত কিনা। ফলাফলে দেখা গেছে, ৭০ ভাগ পাঠকই চান এই ম্যাচে রোনালদোর বেঞ্চে থেকে পরে বদলি খেলোয়াড় হিসেবে নামানো উচিত। মাত্র ৩০ ভাগ পাঠক মনে করেন শুরুর একাদশেই জায়গা পাওয়া উচিত রোনালদোর।
তাছাড়া, মাঠে রোনালদোর পারফরমেন্সও দুর্বল হয়ে পড়েছে। একসময় যেরকম দুর্দান্ত আক্রমণ করে প্রতিপক্ষের জন্য ভীতির কারণ হয়ে দাড়াতেন, তা থেকে যে ক্রমশ দূরে সরে গেছেন রোনালদো সেটা তার অনুগত ভক্তরাও লক্ষ্য করেছেন।
পর্তুগিজ জনতা তো ইতোমধ্যেই রোনালদোকে নিয়ে নিজেদের রায় দিয়ে দিয়েছেন, এবার পরবর্তী ম্যাচে রোনালদোর ভাগ্য কী দাঁড়ায় তা ই দেখার অপেক্ষা।
সূত্র: মার্কা