নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে পারেন ডি মারিয়া, অনুশীলন করেছেন দলের সঙ্গে
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার (১০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় আনহেল ডি মারিয়া। এর আগে নক-আউট পর্বে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে সাইড বেঞ্চেই ছিলেন ডি মারিয়া, খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিকে তার প্রয়োজন দলও অনুভব করেছে জোরালভাবে, বিশেষ করে লাউতারো মার্তিনেজের গোলের সুযোগ মিসের পর। তাই কোয়ার্টার ফাইনালে ডি মারিয়া ফিরবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা।
ডাচদের সঙ্গে ম্যাচকে সামনে রেখে দলের এগারোজন খেলোয়াড়কে অনুশীলনে নামিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে বুধবার ডি মারিয়া অনুশীলন করলেও, অনুশীলন মাঠে ছিলেন না রদ্রিগো ডি পল, যা আর্জেন্টিনার জন্য আরও একটি মাথাব্যথার কারণ।
জানা গেছে, রদ্রিগো ডি পল দলের থেকে আলাদা অনুশীলন করেছেন এবং তিনি মাংসপেশীতে চোট পেয়েছেন কিনা তা পরীক্ষা করা হচ্ছে। কোচ স্কালোনি অবশ্য মিডফিল্ডে অ্যালেক্সিস অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস এবং এনজো ফার্নান্দেজদের বাজিয়ে দেখেছেন।
গাস্তন এ্দুল সূত্র থেকে জানা গেছে, অনুশীলনে যে এগারো জন ছিলেন তারা হলেন- এমিলিয়ানো মার্তিনেজ, মন্টিয়েল, রোমেরো, ওতামেন্দি, ট্যাগলিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, পারেদেস, এনজো, মেসি, ডি মারিয়া এবং আলভারেজ।
সূত্র: মুন্দো আলবিসেলেস্তে