ছুটির সময় ১০ দিন ব্যাংকে কাজ করলে বাড়তি এক মাসের বেতন
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতেও যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী পরিবার ও নিজের জীবনের ঝুঁকি নিয়েও ব্যাংকে স্বশরীরে উপস্থিত থেকে সক্রিয়ভাবে দায়ত্ব পালন করছেন, তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এসময় প্রতি ১০ দিনের কাজের জন্য পুরো এক মাসের বেতন পাবেন এসব কর্মকর্তারা।
সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এলক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রদানের জন্য নিম্নরূপ নীতিমালা অনুসরণের জন্য নির্দেশ প্রদান করা হয়।
১। সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন ব্যাংকে কর্মরত যেসব কর্মকর্তারা স্বশরীরে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন বা করছেন, তারা বিশেষ প্রণোদনা ভাতা পাবেন।
২। সাধারণ ছুটিকালীন কর্মকর্তা কর্মচারীরা কমপক্ষে ১০ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে। তবে ১০ কার্যদিবসের কম স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে সেক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন।
৩। ব্যাংকে স্থায়ী, অস্থায়ী অ চুক্তিভিত্তিক সকল কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধায় অন্তর্ভুক্ত হবেন।
৪। কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ মূল বেতনের সমপরিমাণ অর্থ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে পাবেন।
যেসব অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মকর্তা বা কর্মচারীগণের মূল বেতন আলাদাভাবে নির্ধারিত করা নেই, তারা মাসিক মোট বেতন ভাতার ৬৫ শতাংশ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে পাবেন।
তবে সবক্ষেত্রেই এই বিশেষ প্রণোদনা ভাতার পরিমাণ মাসিক ন্যুনতম ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা হবে।
৫। সাধারণ ছুটি শুরু হওয়ার তারিখ হতে মাস গণনা শুরু হবে। প্রতি ৩০ দিন পার হওয়ার পর আবার নতুন মাস গণনা শুরু হবে।
এই নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদকাল পর্যন্ত বলবৎ থাকবে।
ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারাবলে এই নির্দেশনা জারি করা হয়।