ভদকা ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র আরিয়ান
গত বছর মাদক বহনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ঘটনাটি নিয়ে অনেক জল ঘোলা হওয়ার দীর্ঘ ২৬ দিন পর জামিন পেয়েছিলেন তিনি।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বৈধভাবে নিজের ভদকা ব্র্যান্ড চালু করার ঘোষণা দিয়েছেন আরিয়ান। মাত্র ২৫ বছর বয়সে নিজস্ব ব্র্যান্ডে ব্যবসা শুরুর এ পদক্ষেপ নিয়ে একদিকে অনেকেই আরিয়ানের প্রশংসা করছেন। অন্যদিকে ব্র্যান্ডটি ভদকা হওয়ায় অনেকেই করছেন সমালোচনা।
টাইমস অভ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান এবং তার ব্যবসায়িক দুই অংশীদার বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভা 'স্ল্যাব ভেঞ্চার্স' নামে একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করেছেন। তবে আরিয়ানের এ কোম্পানিটি পুরোপুরি এককভাবে নয়, বরং তারা অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসাটি পরিচালনা করবেন। তাদের কোম্পানিটি এবি ইনভেব নামের বিশ্বের বৃহত্তম অ্যালকোহল মেকার্স ও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
আরিয়ানদের প্রতিষ্ঠান 'স্ল্যাব ভেঞ্চার্স' মুলত পণ্যর বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে এবি ইনভেবের স্থানীয় ব্যবসার সঙ্গে হাত মিলিয়ে অংশীদারিত্ব করবেন। নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিয়ান বলেছেন, 'বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।'
স্ল্যাব ভেঞ্চার্স নামের এ কোম্পানিটি মূলত ভারতের বিত্তশালী এবং আর্থিক ভাবে স্বচ্ছল ভোক্তাদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এছাড়াও প্রায় পাঁচ বছর ধরে কোম্পানিটি নিয়ে পরিকল্পনা করেছেন আরিয়ান ও তার ব্যবসায়িক বন্ধুরা। আর এ পরিকল্পনায় শুধু অ্যালকোহলযুক্ত পানীয়ই নয়, বরং সময়ের সাথে সাথে অ্যালকোহলমুক্ত পানীয়, পোশাক এবং আনুষাঙ্গিক জিনিসপত্রের মাধ্যমে বৈচিত্র্য আনার চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।
বাবা বলিউডের অন্যতম সফল অভিনেতা হলেও সে সুযোগকে কাজে লাগিয়ে অভিনেতা হতে চান না আরিয়ান। কিছুদিন পূর্বে আরিয়ান জানিয়েছিলেন, অভিনয় নয় বরং নিজেকে পরিচালনায় ও গল্প লেখার মতো নানা বৈচিত্র্যপূর্ণ কাজে নিজেজে যুক্ত করতে চান। তার কিছুদিন পরেই রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিলেন তিনি। আর সিনেমা পরিচালনার এ ঘোষণার কিছুদিন পরেই আরিয়ানের নিজের ভদকা ব্র্যান্ড খোলার ঘোষণা যেন আরেক চমক।