আজ থেকে শুরু করোনা টিকার ৪র্থ ডোজ
আজ থেকে সারাদেশে কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ কার্যক্রম চালনার জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছে সরকার।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) পরিচালক আহমেদুল কবির।
ডিজিএইচএস গত ১৫ ডিসেম্বর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা টিকার চতুর্থ ডোজের জন্য ফাইজার ভ্যাকসিন ব্যবহার করা হবে।
যারা কমপক্ষে চার মাস আগে টিকার প্রথম ডোজ পেয়েছেন, ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ফ্রন্টলাইনার, গর্ভবতী নারী, যাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, যাদের বয়স ১৮ বা তারচেয়ে বেশি, এমন ব্যক্তিদেরকে চতুর্থ ডোজ দেওয়া হবে।
চতুর্থ ডোজ সংক্রান্ত এসএমএস টিকা কেন্দ্র থেকে পাঠানো হবে।
চলতি মাসের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পরে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকরা করোনা টিকার চতুর্থ ডোজ পাবেন।
এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি ব্যক্তি প্রথম ডোজ পেয়েছেন; দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটিরও বেশি লোক। বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি নাগরিক।