মেসির মতো আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন দি মারিয়াও
বিশ্বকাপ জয়ের পরপরই লিওনলে মেসি জানিয়েছিলেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে আরো কিছুদিন উপভোগ করতে চান তিনি। এবার একই কথা বললেন আনহেল দি মারিয়াও।
মেসি এবং দি মারিয়া একসাথে খেলেছেন প্রায় ১৭ বছর ধরে। বয়সভিত্তিক দল থেকে শুরু করে আর্জেন্টিনার জাতীয় দলেও দুজনের যাত্রাটা একই সমান্তরালের। এই জুটি জিতেছেন যুব বিশ্বকাপ, অলিম্পিক সোনা, কোপা আমেরিকা এবং বিশ্বকাপের শিরোপা।
এতদিনের এই বন্ধনের ফলে মেসির মতো দি মারিয়াও সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলে আরো কিছুদিন খেলবেন। এত বছরের অপেক্ষার পর যে পরম আরাধ্য শিরোপার দেখা পেয়েছেন, সেটি তো উপভোগ করতেই চাইবেন দি মারিয়া।
ক্লাব ফুটবলে সবই জিতেছেন, আন্তর্জাতিক ফুটবলেও এর আগে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা। কিন্তু বিশ্বকাপ শিরোপাটাই যে ছিলো না শোকেসে।
বড় ম্যাচের খেলোয়াড় দি মারিয়া গোল করেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতা ফাইনালে, গোল করেছেন ফিনালিসিমায়, কাতার বিশ্বকাপের ফাইনালেও করেছেন গোল। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল চোটের জন্য খেলতে পারেননি, আর্জেন্টিনাও হেরে গিয়েছিল জার্মানির কাছে। কাতার বিশ্বকাপ জিতে সেই আক্ষেপও মিটিয়েছেন দি মারিয়া।
এবার তার উপভোগের শুরু।