ভোজ্যতেলের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত
স্থানীয় বাজারমূল্য স্থিতিশীল রাখতে– সয়াবিন ও পাম তেল আমদানির ওপর ভ্যাট বা মূল্য সংযোজন কর ছাড়ের সময়সীমা আরো চার মাস বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ইতঃপূর্বে ঘোষিত ভ্যাট মওকুফের সময়সীমা ২০২২ সালের ৩১ ডিসেম্বরেই শেষ হয়।
এরপর সম্প্রতি ভ্যাট মওকুফের সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়াতে এনবিআরে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন রমজান মাস ও ঈদুল ফিতরে ভোজ্যতেলের দাম দেশের বাজারে স্থিতিশীল রাখতে এই চিঠি দেওয়া হয়।
তারই প্রতিক্রিয়ায়, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড।
গত বছরের ৪ অক্টোবর পরিশোধিত ভোজ্যতেলের ওপর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে সব ধরনের ভ্যাট মওকুফ করে এনবিআর। বিশ্ববাজারে পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেলের দামে উত্থান ঘটলে– দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তার আগে, গত বছরের ১৬ মার্চ অপরিশোধিত সয়াবিন ও পরিশোধিত পাম তেলের ওপর ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমায় এনবিআর।
বর্তমানে দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২০ লাখ টন। এরমধ্যে মাত্র ২ লাখ টন পূরণ হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে। বাকিটা পাম ও সয়াবিন তেল আমদানির মাধ্যমে পূরণ করা হয়।