বিশ্বে সর্বোচ্চ পারিশ্রমিক পান যে ১০ ক্রীড়াবিদ
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/01/05/images_6_0.jpeg)
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে আসার পর ফ্রি এজেন্ট হয়ে এবারের মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর সৌদি ক্লাবটিতে খেলার গুঞ্জন শোনা যাচ্ছিলো কাতার বিশ্বকাপের সময় থেকেই, কিন্তু তখন মুখে কুলুপ এঁটে ছিলেন পর্তুগিজ তারকা। কিন্তু শেষ পর্যন্ত ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। এর ফলে এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদে পরিণত হয়েছেন রোনালদো।
রোনালদোর এই রেকর্ড গড়া চুক্তির পর বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০ ক্রীড়াবিদের তালিকা করেছে ডিবিআরএস মর্নিং স্টার নামের একটি কনসালটেন্সি ফার্ম। তাদের করা তালিকায় রোনালদোর ঠিক পরের স্থানেই রয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তৃতীয় স্থানে আছেন পিএসজির আরেক তারকা ফুটবলার নেইমার। তালিকায় বেশ কয়েকজন এনএফএল খেলোয়াড়দের নাম দেখা গেছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল)
ক্লাব: আল নাসের
বার্ষিক আয়: ১১২.১ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/ronaldo-al-nassr-afp.jpg)
লিওনেল মেসি (ফুটবল)
ক্লাব: প্যারিস সেইন্ট-জার্মেই
বার্ষিক আয়: ৭০.৬ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/10_59_39_2022091510585372037_original_am-l.jpeg)
নেইমার (ফুটবল)
ক্লাব: প্যারিস সেইন্ট-জার্মেই
বার্ষিক আয়: ৬৫.৯ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/113689.jpg)
ম্যাথিউ স্টাফোর্ড (এনএফএল)
ক্লাব: লস অ্যাঞ্জেলেস রামস
বার্ষিক আয়: ৬৫.৭ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/1445018166.0.jpg)
জশ অ্যালেন (এনএফএল)
ক্লাব: বাফালো বিলস
বার্ষিক আয়: ৫৯.৩ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/josh-allen-buffalo-bills-120122-53e3b5e302e74e019091fbe87af68d8a.jpg)
অ্যারন রজার্স (এনএফএল)
ক্লাব: গ্রিন বে প্যাকারস
বার্ষিক আয়: ৫৩.৭ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/16415103449454.jpg)
লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান)
মার্সিডিজ
বার্ষিক আয়: ৫৩.৭ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/mercedes-lewis-hamilton-media-day-belgian-grand-prix-planet-f1.jpg)
দেশওন ওয়াটসন (এনএফএল)
ক্লাব: ক্লিভল্যান্ড ব্রাউনস
বার্ষিক আয়: ৫২.৩ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/16684541570053.jpg)
কার্ক কাজিনস (এনএফএল)
ক্লাব মিনেসোটা ভাইকিংস
বার্ষিক আয়: ৪৩.৩ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/1409137694.jpeg)
ম্যাক্স ভারস্টাপেন (ফর্মুলা ওয়ান)
রেড বুল রেসিং
বার্ষিক আয়: ৪৩.৩ মিলিয়ন ইউরো
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/01/05/max-verstappen-trophy-hold-suzuka-2022-planetf1.jpg)
সূত্র: মার্কা