এবার বুস্কেটসের দিকে নজর আল-নাসেরের
ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও যেন মন ভরেনি আল-নাসেরের। সৌদি আরবের ক্লাবটি তারার হাট বসাতে চায় নিজেদের ক্লাবে। রোনালদোকে আনার পর লুকা মদ্রিচকেও নেওয়ার চেষ্টা চালিয়েছিল তারা। যদিও মদ্রিচ রাজি হননি বলেই খবর।
এবার আল-নাসের হাত বাড়িয়েছে বার্সেলোনা এবং স্পেন কিংবদন্তি সের্হিও বুস্কেটসের দিকে। এই মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাচ্ছে বুস্কেটসের। গুজন আছে, চুক্তি শেষে ক্লাব ছাড়তে চান এই মিডফিল্ডার। আর সেটিরই সুযোগ নিতে চায় আল-নাসের।
৩৪ বছর বয়সী বুস্কেটস ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা মিডফিল্ডার। বার্সেলোনার হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। যার মধ্যে রয়েছে ৩ টি চ্যাম্পিয়ন্স লিগ, ৮ টি লা লীগা শিরোপা। স্পেনের হয়েও জিতেছেন বিশ্বকাপ এবং ইউরো।
বার্সেলোনা এবং স্পেনের বর্তমান অধিনায়কও বুস্কেটস। ফুটবল ক্যারিয়ারে সবকিছু অর্জন করার পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী তিনি। আর সে লক্ষ্যেই আল-নাসের কাজ করছে বুস্কেটসকে পেতে।
বুস্কেটসকে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে সৌদি আরবের ক্লাবটি। বছরে ১৩ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১৫০ কোটি টাকা বেতনে তাকে দলে নিতে চায় আল-নাসের। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যা বুস্কেটসের জন্য আশীর্বাদ স্বরূপই বটে।
রোনালদোকে দলে নেওয়ার পর এবার বুস্কেটসকে নিয়ে নিজেদের 'গ্যালাকটিকোস' তৈরিতে মনোযোগ দিতেই পারে আল-নাসের।