প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত
ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। খবর বিবিসি'র।
দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ফ্লাইট রুটের যেকোনো সম্ভাব্য ঝুঁকির বিষয়ে পাইলটদের সতর্ক করার ব্যবস্থাটিতে সমস্যা দেখা দিয়েছে।
সমস্যার সমাধান করতে বর্তমানে এফএএ কাজ করছে, কিন্তু এটি জানিয়েছে বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আটটার (ইস্টার্ন টাইম সকাল নয়টা) আগে কোনো ফ্লাইট চালু হবে না।
সংস্থাটি এক বিবৃতিতে আরও জানিয়েছে, কিছু সিস্টেম ইতোমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে।
এ বিভ্রাট বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, 'আপাতত' এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলার সংযোগের প্রমাণ পাওয়া যায়নি।
এক টুইটে হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জানিয়েছেন, এ ঘটনার কারণ খুঁজতে প্রেসিডেন্ট একটি পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
এফএএ জানিয়েছে, প্রাযুক্তিক এ সমস্যাটি নোটিশ টু এয়ার মিশনস সিস্টেমের সঙ্গে সম্পর্কিত।
টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক টুইটে জানিয়েছে, 'এফএএ'র একটি বিভ্রাটের ফলে তাদের ও দেশের বাকি সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।'
সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা জানিয়েছেন, তারা দেরির সম্মুখীন হচ্ছেন।