মেসি-ম্যারাডোনার মধ্যে প্রিয় কে, জানালেন স্কালোনি
লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনার দুই ফুটবল ঈশ্বর। দুজনই নিজের দেশকে জিতিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় শিরোপাটি। দুজনই নিজেদের সময়ের সেরা খেলোয়াড়। কারো কারো মতে, সর্বকালের সেরা দুই খেলোয়াড়ও তারা।
একজন প্রায় একাহাতে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ, আরেকজন ৩৬ বছর পর আবারো আর্জেন্টাইনদের এনে দিয়েছেন বিশ্বজয়ের স্বাদ। তাই ম্যারাডোনা-মেসি দুজনই নিজের দেশের মানুষের কাছে ঈশ্বর সমত্যুলই।
এবার আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে উত্তর দিতে হলো, মেসি নাকি ম্যারাডোনা? কে স্কালোনির বেশি প্রিয়। জবাবে স্কালোনি বেছে নিয়েছেন নিজের শিষ্যকেই। অবশ্য মেসি-স্কালোনি একসময় জাতীয় দলে সতীর্থও ছিলেন!
স্কালোনি বেড়ে উঠেছেন ম্যারাডোনার খেলা দেখে। কিন্তু তার কাছে মেসি-ম্যারাডোনার মাঝে মেসিই এগিয়ে আছেন, 'আমাকে যদি দুজনের মাঝে যেকোনো একজনকে বেছে নিতে হয়, তাহলে অবশ্যই মেসিকে নিবো। সে সর্বকালের সেরা। ম্যারাডোনাও সর্বকালের অন্যতম সেরা, কিন্তু মেসি অন্যরকম।'
মেসিকে সামলানো যে ভীষণ সহজ কাজ সেটিও বলেছেন স্কালোনি, 'মেসির সঙ্গে কাজ করা খুবই সহজ। অনুশীলনে ওকে কিছু শিখাতে হয় না। সে সবকিছুতেই এক নম্বর।'
কাতার বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সটাই দেখিয়েছেন মেসি। সর্বস্ব দিয়ে জয় করেছেন নিজের ক্যারিয়ারের বাকি থাকা সর্বশেষ চূড়াটি। আর্জেন্টিনার মানুষের কাছে তিনি এখন ম্যারাডোনার চাইতেও পূজনীয়।