নাদালকে বিদায় করে দিলেন ম্যাকডোনাল্ড
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ৬৫ তম বাছাই ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে সরাসরি সেটে হেরেছেন তিনি। চোটের সাথে লড়াই করা নাদাল পেরোতে পারেননি দ্বিতীয় রাউন্ডের বাধা।
মেলবোর্নের রড লেভার এরেনায় নিজের ২৩ তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জির বিপক্ষে খেলতে নামেন নাদাল। ফেভারিট হওয়া সত্ত্বেও চোটের কারণে নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন নাদাল। যার ফলে সরাসরি সেটে হেরে বিদায় নিতে হয় তাকে।
ম্যাকেঞ্জির কাছে ৬-৪, ৬-৪, ৭-৫ সেটে হারেন নাদাল। ম্যাচের মধ্যে মেডিকেল ট্রিটমেন্টের ব্রেক নিয়েছেন নাদাল, কিন্ত সেটি যথেষ্ট হয়নি তার ফিট হয়ে ফিরে আসার জন্য।
তবে চোটে আক্রান্ত হওয়ার আগেও ম্যাকেঞ্জির সঙ্গে পেরে উঠতে বেগ পেতে হচ্ছিল নাদালকে। ২৭ বছর বয়সী তরুণ আমেরিকানের কাছে শেষ পর্যন্ত হেরেই যান ৩৫ বছর বয়সী নাদাল।
নাদালের বিদায়ের ফলে এখন অস্ট্রেলিয়ান ওপেন জেতার জন্য ফেভারিট নোভাক জোকোভিচ। নয়বারের চ্যাম্পিয়ন এই সার্বিয়ানের সামনে এখন সুযোগ, গ্র্যান্ড স্লামের জয়ের সংখ্যায় নাদালকে ছুঁয়ে ফেলার।