নওয়াজউদ্দিনের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন অভিনেতার মা
একের পর এক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সময়ের সাথে সাথে তার ক্যারিয়ারের গ্রাফ উচ্চমুখী হলেও এই মুহূর্তে অভিনেতার পরিবারে চলছে সংকট। সম্প্রতি নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকীর বিরুদ্ধে বাড়িতে অবৈধ অনুপ্রবেশ ও ভীতি প্রদর্শনের দায়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতার মা মেহেরুন্নিসা সিদ্দিকী।
এদিকে সোমবার ভারসোভা থানায় করা এ মামলার তথ্য জানিয়ে টুইটারে পোস্ট করেছেন আলিয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে, নওয়াজউদ্দিনের অনুপস্থিতিতে অভিনেতার দ্বিতীয় স্ত্রী আলিয়া মুম্বাইয়ের আন্ধেরিতে তার বাংলোতে প্রবেশ করতে চান। কিন্তু আলিয়াকে বাড়িতে প্রবেশে বাধা দেন অভিনেতার মা মেহেরুন্নিসা।
এ বিষয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, "আমার অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ যাচ্ছে এবং আমার পাসপোর্ট হাতে না থাকায় আমি দুবাইয়ে যেতে পারছি না। তাই আমি আমার স্বামীর বাড়িতে যাই। কিন্তু নওয়াজউদ্দিনের বোন সাবা এবং আমার শাশুড়ি মেহেরুন্নিসা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চান।"
ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, "আশ্চর্যজনক ঘটনা… আমার স্বামীর বিরুদ্ধে আমার দায়ের করা ফৌজদারি মামলায় সব অভিযোগ সত্য থাকার পরেও পুলিশ পাত্তা দেয়নি। কিন্তু আমি নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করলাম, আর আমার নামে কয়েক ঘন্টার মধ্যে পুলিশে অভিযোগ দায়ের হয়ে গেল! আমি কি কোনোদিন সুবিচার পাব?"
২০২০ সালের মে মাসে নওয়াজউদ্দিনের সাথে বিচ্ছেদের জন্য মামলা করেছিলেন অভিনেতার স্ত্রী আলিয়া। অবশ্য পরের বছরই 'সন্তানদের কথা চিন্তা করে' সিদ্ধান্ত পাল্টে মামলা প্রত্যাহার করে নেন তিনি। আলিয়া আরও বলেন, "বাড়িতে প্রবেশ করতে গেলে আমার শাশুড়ি বলতে থাকে যে, আমার আর নওয়াজের বিচ্ছেদ হয়ে গেছে। এমনকি তিনি আমাদের দ্বিতীয় সন্তানকে নওয়াজের উত্তরাধিকারী হিসেবেও অস্বীকার করেন।"
তবে দুই পক্ষের ঝামেলা শেষ পর্যন্ত বাক-বিতণ্ডার মাঝেই সীমাবদ্ধ থাকেনি। নওয়াজের স্ত্রী আলিয়াকে মধ্যরাতে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পুলিশও ডেকেছিলেন তার মা। এমনকি সেদিন রাতে ঘুমানোর জন্য একটি কম্বলও পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী।
নিজেদের মধ্যকার দ্বন্দ্ব খোলাসা করতে গিয়ে আলিয়া বলেন, "দুবাই থেকে দেশে ফেরার পর থেকে আমি বান্ধবীদের সাথে কোনোমতে দিন পার করছি। আমার সম্প্রতি অ্যাপেন্ডিক্সের অপারেশন হলেও আমাকে উনারা কেউ আমাকে দেখতে পর্যন্ত আসেনি। সম্প্রতি এইসব ঘটনায় আমার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।"
এদিকে শাশুড়ির করা এ অভিযোগের প্রেক্ষিতে সোমবার আলিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে পুলিশ। এ বিষয়ে ই-টাইমসের পক্ষ থেকে নওয়াজউদ্দিনের ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাক্ষাৎকারে নিজের অর্থনৈতিক দুরবস্থার কথা উল্লেখ করে আলিয়া বলেন, "আমি 'হলি কাউ' সিনেমা তৈরিতে অনেক অর্থ ব্যয় করেছিলাম। তবে সিনেমাটি যথাযথভাবে মুক্তি দিতে পারিনি। আমি আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্থ হলেও নওয়াজ আমাকে কোনো সাহায্য করেনি। তিনি শুধু তার সন্তানদের সাহায্য করেন।"
নওয়াজউদ্দিন ও আলিয়ার ১২ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। এর মধ্যে একাধিকবার দুজনের ঝগড়াঝাটির খবর গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। এমনকি ২০২০ সালে নওয়াজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, পরকীয়া ও ধর্ষণের মত অভিযোগ এনেছিলেন আলিয়া। গুঞ্জন রয়েছে যে, আলিয়া সিদ্দিকী ও অভিনেতার মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।