বিদ্রূপের স্বীকার ভিনিসিয়ুসই হাসলেন শেষ হাসি
ভিনিসিয়ুস গোল করলেন, নাচলেন, জেতালেন রিয়াল মাদ্রিদকে। কোপা দেল রের ম্যাচের আগে ব্রাজিলিয়ান এই তরুণ তারকাকে নিয়ে রীতিমতো হইচই লাগিয়ে দিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদ সমর্থকরা। বর্ণবাদী মন্তব্য থেকে শুরু করে ভিনিসিয়ুসের পুতুল বানিয়ে তা নিয়ে বিদ্রূপ করা, কী করেননি আতলেতিকো সমর্থকরা!
রিয়াল মাদ্রিদকে জিতিতে সবকিছুর জবাব দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ৩-১ গোলের ব্যবধানে জিতে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের আগের রাতে মাদ্রিদের একটি ব্রিজের উপরে আতলেতিকো সমর্থকরা একটি ব্যানার টানান, যেখানে লেখা ছিল, 'মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে'। তার নিচে একটি পুতুলের গায়ে ভিনিসিয়ুসের জার্সি পড়িয়ে সেটির গলায় দড়ি দিয়ে ব্রিজ থেকে ঝুলিয়ে দেয় তারা। আতলেতিকো এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সাপে-নেউলে সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে আরেকবার।
ভিনিসিয়ুসকে লক্ষ্য করে আতলেতিকো সমর্থকদের এমন আক্রমণ নতুন কিছু নয়। গত বছর সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে ভিনিসিয়ুসকে 'বানর' বলে গালি দেন কিছু সমর্থক। বর্ণবাদী এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেন ভিনিসিয়ুস। সেই ম্যাচেও রিয়াল জিতেছিল ২-১ গোলের ব্যবধানে।
ফুটবলকে বর্ণবাদ মুক্ত করার অনেক চেষ্টা চললেও দুঃখজনকভাবে সেটি করা সম্ভব হয় নি এখন পর্যন্ত। তাই ভিনিসিয়ুসের মতো আরো অনেককেই স্বীকার হতে হয় এই অপরাধের। তবে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলমান। যে কারণে আশা করাই যেতে পারে, এক সময় ফুটবল থেকে চিরতরে বর্ণবাদের কালো ছায়া উঠে যাবে।
আর ভিনিসিয়ুসরাও কারো কথায় কান না দিয়ে এভাবেই জিততে থাকবেন। এই ম্যাচ জয়ের পর ব্রাজিলিয়ান তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে 'রিয়ালই একমাত্র মাদ্রিদ' লিখে ছবি পোস্ট করেছেন।