পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৫৯
পাকিস্তানে পেশোয়ারে মসজিদে জোরালো বোমা বিস্ফোরণে অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। খবর বিবিসির।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তার জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। ঘটনার দায় প্রাথমিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে মসজিদে নামাজ চলছিল। বেলা দেড়টার দিকে পুলিশ লাইনস এলাকার কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ভবনের একাংশ ভেঙে পড়েছে। অনেকে সেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুসারে, কর্মকর্তারা বলেছেন, বোমা বিস্ফোরণে যারা আহত হয়েছেন, তাদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, মসজিদে নামাজ পড়তে আসা সামনের সারিতে বসা একজন ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান।
পেশোয়ার নগরের পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ইজাজ খান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৩০০ থেকে ৪০০ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার।