নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লামিচানে
ধর্ষণ মামলা থেকে জামিন পাওয়ার পর সন্দীপ লামিচানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। নিজের দেশসহ বিশ্বের যেকোনো ধরনের টুর্নামেন্টে খেলতে আর বাধা নেই নেপালের তারকা এই লেগ স্পিনারের।
লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত বছরের সেপ্টেম্বরে কাঠমান্ডু পুলিশ স্টেশনে মামলা করেন ১৭ বছর বয়সী এক তরুণী। ৬ অক্টোবর দেশে ফিরলে লামিচানেকে গ্রেপ্তার করা হয়। জানুয়ারি পর্যন্ত জেলেই সময় কেটেছে ২২ বছর বয়সী নেপালের সাবেক এই অধিনায়কের।
জামিনে মুক্তি পাওয়ায় লামিচানের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় নেপাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চলতি মাসেই ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ত্রিদেশীয় সিরিজে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন লামিচানে।
নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় তারকা লামিচানে। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান তিনি। আইপিএল থেকে শুরু করে বিবিএল, পিএসএল, বিপিএল, সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে দারুণ প্রতিভাববান এই লেগ স্পিনারের।
বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট এবং তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেন লামিচানে। দেশের হয়ে ৩০ ওয়ানডেতে ৬৯ ও ৪৪টি টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট নিয়েছেন তিনি।