খোলাবাজার থেকে এলএনজি, রমজান উপলক্ষে সয়াবিন তেল ও ডাল কিনছে সরকার
খোলাবাজার (স্পট মার্কেট) থেকে একটি চালান বা ৩৩.৬০ লাখ এমএমবিটিইউ এলএনজি কিনবে সরকার। পাশাপাশি আগামী রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল কেনা হবে।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভায় এসব বিষয়ে পৃথক পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি সাংবাদিকদের জানান, আজকের সভায় মোট ছয়টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
এরমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যার আওতায় পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে এলএনজির একটি কার্গো বা ৩৩.৬০ লাখ এমএমবিটিইউ ক্রয় করবে। জাপানের জেরা কোম্পানি থেকে ৬৯০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই হিসাবে, প্রতি এমএমবিটিইউ এর দাম পড়বে ১৬ দশমিক ৫০ ডলার। মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্টের আওতায় এই ক্রয় করা হবে।
সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৯১ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭৪ টাকা ৫০ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ১৭৬ টাকা ৮৮ পয়সা।
এছাড়া, টিসিবিকে তুরস্কের একটি কোম্পানি থেকে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। খরচ হবে ৭৩ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন মসুর ডালের দাম পড়বে ৮৫৮ মার্কিন ডলার।