পাকিস্তান ইতোমধ্যেই দেউলিয়া হয়ে গেছে, দাবি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, তার দেশ এরমধ্যেই দেউলিয়া হয়ে গেছে। এজন্য সামরিক বাহিনী, আমলাতন্ত্র ও রাজনীতিবিদ-সহ সকল পক্ষকেই দায়ী করেন। খবর দ্য ডনের
শনিবার শিয়ালকোটে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় খাজা আসিফ বলেন, 'আপনারা সকলে জেনে গেছেন, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে; অথবা এক ধরনের খেলাপি বা অর্থনৈতিক দুর্দশা চলছে। কিন্তু, এটা এরমধ্যেই ঘটে গেছে। আমরা একটি দেউলিয়া দেশে বসবাস করছি'।
দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধর দেশটির প্রতিরক্ষামন্ত্রীর মতে, নিজ পায়ে দাঁড়ানো একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য অতি-জরুরি। 'আমাদের সমস্যাগুলোর সমাধান আমাদের দেশেই আছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সুরাহা নেই'।
গত সাত দশক ধরে অভিজাতদের সংবিধান ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা থেকেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন খাজা আসিফ।
এসময় বিগত পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) নেতৃত্বাধীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসিফ বলেন, আড়াই বছর আগে পাকিস্তানে সন্ত্রাসীদের ক্ষমতায় আনা হয়, যা শেষপর্যন্ত সন্ত্রাসবাদের বর্তমান জোয়ারে রূপ নিয়েছে।
এপ্রসঙ্গে বন্দর নগরী করাচিতে পুলিশের একটি দপ্তরে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে নিরাপত্তা বাহিনীগুলো সাহসীকতার সাথে আক্রমণকারীদের বিরুদ্ধে লড়েছে।