পুতিনের ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণায় পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়ল
যুক্তরাষ্ট্রের সঙ্গে 'নিউ স্টার্ট' চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির দিন দুয়েক আগে রুশ প্রেসিডেন্টের এমন ঘোষণায় শঙ্কায় পড়েছেন সমর বিশেষজ্ঞরা। এ ঘোষণার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রধর দুই রাষ্ট্রের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ চুক্তিটিও ঝুঁকিতে পড়লো বলে মত অনেকের। খবর সিনএনএন'র।
স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পার্লামেন্টে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে এ ঘোষণা দেন পুতিন।
নিউ স্টার্ট-এর মাধ্যমে আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ছিল রাশিয়া। চুক্তিটির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। এই চুক্তির মাধ্যমে এটা নির্ধারণ করা হত যে, আমেরিকা এবং রাশিয়া ঠিক কতটা পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে। তবে ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়া এই চুক্তি থেকে সরে আসায় দুই দেশের মধ্যে উত্তেজনার সম্ভাবনা আবারও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, নিউ স্টার্ট চুক্তি থেকে সরে আসার পুতিনের এই সিদ্ধান্তের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। পুতিনের ঘোষণাকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন' বলে আখ্যা দিয়েছে মার্কিন প্রতিপক্ষ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অবশ্য জানান, পুতিনের এই সিদ্ধান্তের পরও আলোচনার টেবিলে বসার দরজা খোলা রাখছে ওয়াশিংটন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবার দৃষ্টির অগোচরে ইউক্রেন থেকে ঘুরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ইউক্রেন সফরের পর পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাশিয়া।
২০১০ সালে, বারাক ওবামার আমলে, মস্কোর সঙ্গে 'নিউ স্টার্ট' নামে ওই চুক্তি সই হয়েছিল রাশিয়ার। চেক প্রজাতন্ত্রের প্রাগে স্বাক্ষরিত হয়েছিল চুক্তিটি। ২০২১ সালের ফেব্রুয়ারিতেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে বাইডেন প্রশাসন চুক্তির মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু এবার একপাক্ষিকভাবে সেই চুক্তি ভাঙার কথা ঘোষণা দিলেন পুতিন।