'মেসির জন্য বার্সার দরজা সব সময় খোলা'
বার্সেলোনার স্বর্ণযুগের অন্যতম দুই কান্ডারি তারা। একসাথে জিতেছেন অসংখ্য শিরোপা। মাঠে দুজন দুজনকে না দেখেও যেন দেখতে পেতেন। মেসি আর জাভির মধ্যের সম্পর্কটা তাই খেলার মাঠের বাইরেও মজবুত।
মেসি বার্সেলোনা ছাড়ার পর যে দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছিল কাতালান ক্লাবটি, সেখান থেকে টেনে তুলতে নিয়ে আসা হয় ক্লাব কিংবদন্তি জাভিকে। এখন পর্যন্ত বেশ ভালোই সামাল দিচ্ছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
এদিকে লিওনেল মেসি এবং পিএসজির চুক্তি শেষ হবে সামনের জুনে। এখন পর্যন্ত চুক্তি নবায়নের কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। ভক্তরা আশায় বুক বেঁধেছেন, মেসি ফিরবেন তার ঘর বার্সেলোনায়।
আর বার্সার দরজা যে মেসির জন্য সবসময় খোলা তা যেন আরেকবার মনে করিয়ে দিলেন জাভি, 'মেসির সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। সে যদি বার্সেলোনায় ফিরে আসে তাহলে দারুণ হবে। আমরা তাকে সবসময়ই স্বাগত জানাবো।'
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে মেসির সম্ভাব্য গন্তব্যের মধ্যে তার ছেড়ে আসা ক্লাব বার্সা ছাড়াও আছে ইন্টার মায়ামির নাম। নিজের প্রথম ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজেও ফিরতে পারেন মেসি। কিন্তু বার্সেলোনা নিশ্চয়ই চাইবে না তাদের হারানো সম্পদকে ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে।
জাভির কণ্ঠে একই সুর, 'সর্বকালের সেরা খেলোয়াড়কে দলে পেলে আমরা আনন্দিত হবো। সে যেকোনো দলকেই নিজের সামর্থ্য দিয়ে সাহায্য করতে পারবে।'
মেসির কাছের বন্ধু এবং বর্তমান বার্সেলোনা কোচের এমন ইতিবাচক মনোভাব দেখে বার্সা এবং মেসি ভক্তরা স্বপ্ন দেখতেই পারেন।