তিন বছর পর চাঁপাইনবাবগঞ্জ-মালদা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার শুরু
প্রায় তিন বছর বন্ধ থাকার পর মালদা-চাঁপাইনবাবগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট যাত্রী পারাপারের জন্য খুলে দিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
চেকপোস্টটির মাধ্যমে এখন থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গের মালদার মহদীপুর হয়ে ভারতে প্রবেশ করা যাবে।
এ প্রসঙ্গে মালদা জেলা ম্যাজিস্ট্রেট নিতিন সিংহানিয়া বলেন, "কর্তৃপক্ষের পক্ষ থেকে মহদীপুর (মালদা) ইন্টারন্যাশনাল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশনের অনুমতি প্রদান করা হয়েছে। যাতায়াতকারীরা যাতে পুনরায় রুটটি ব্যবহার করতে পারে, সেজন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।"
২০২০ সালের ১৫ মার্চ করোনা মহামারির উদ্বেগজনক পরিস্থিতিতে ইমিগ্রেশন চেকপোস্টটি দিয়ে পণ্য ও যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা দেয় ভারত।
ঐ বছরের জুনেই আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও যাত্রী পারাপারে এতদিন নিষেধাজ্ঞা বহাল ছিল।
করোনা মহামারি শুরুর আগে চেকপোস্টটি দিয়ে প্রতিদিন গড়ে ২০০ এর মতো বাংলাদেশি নাগরিক ভারতে যাতায়াত করতেন।
কিন্তু চেকপোস্টটি এতদিন বন্ধ থাকায় এ অঞ্চলের লোকজনকে প্রায় ২৫০ কিলোমিটার পথ ঘুরে যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করতে হতো।