আরাভ ইস্যুতে সাকিবকে ‘প্রটেক্ট’ করবে বিসিবি
নানা ঘটনায় সাকিব আল হাসানকে ঘিরে অতীতে অনেক বিতর্ক তৈরি হয়েছে। মাঠ ও মাঠের বাইরের কার্যক্রমে বেশিরভাগ সময়ই আলোচনায় থাকেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। গত কয়েকদিন ধরে চলছে একটি আলোচনা, যেখানে সাকিবকে নিয়ে হচ্ছে চরম সমালোচনা। ডিবি পুলিশ সতর্ক করার পরও আরাভ খান নামের হত্যা মামলার আসামীর দোকান উদ্বোধন করতে দুবাই যান সাকিব। আরাভের সঙ্গে তার বাসাতেও দেখা যায় তাকে। এই ঘটনায় সাকিবকে জেরা পর্যন্ত করতে পারে ডিবি পুলিশ। এই ঘটনা পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যা হলে সাকিবের দায় না থাকলে তাকে সবকিছু থেকে রক্ষা করবে বিসিবি।
এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জালাল ইউনুস। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের ইনিংস বিরতিতে সাকিবের দুবাই সফর নিয়ে কথা বলেন তিনি। ঘটনা সম্পর্কে না জানলেও সাকিবের ওপর আস্থা আছে বিসিবির এই পরিচালকের। জালাল ইউনুস মনে করেন, কোথায় কী করতে হবে না করতে হবে, সেটা ভালো করেই জানেন সাকিব। সাকিবকে 'সেন্সিবল' মনে করেন তিনি।
বিসিবির প্রথম চেষ্টা হবে পুরো ঘটনা সম্পর্কে ধারণা নেওয়া। জালাল ইউনুস বলেন, 'যা কিছু ঘটেছে, আমরা যা কিছু দেখেছি, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। আমাদের ওই সময় হয়নি পুরো বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন, তাদের জিজ্ঞেস করার। সিরিজ শেষ হোক, অবশ্যই এই ব্যাপারে আমরা জানতে চাইবো। কী ঘটনা ঘটেছে, কী না ঘটেছে, কার ইনভলভমেন্ট কী, এগুলো আমাদের ব্যাপার না। আমরা বোর্ড থেকে দেখবো, আমরা কতটুকু কনসার্ন এখানে। সে ব্যাপারটাই বেশি গুরুত্ব দেব।'
পাশাপাশি বিসিবি দেখবে কেন্দ্রীয় চুক্তির কোনো নিয়ম ভঙ্গ করেছেন কিনা। বিসিবির এই পরিচালক বলেন, 'এখানে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আমরা দেখব, কেন্দ্রীয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কিনা। বাণিজ্যিক চুক্তি বোর্ডের ক্ল্যাশ করে কিনা। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারিতে, আমরা রেফার করতে পারি। এ জন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।'
ঘটনা সম্পর্কে না জানলেও সাকিবকে বিচক্ষণ বা সচেতন হিসেবে অবহিত করে জালাল ইউনুস বলেন, 'আমরা মনে করি সাকিব ইজ আ ভেরি সেন্সিবল বয়। তার সবকিছু জ্ঞান আছে এসব ব্যাপারে। কোথায় কী করতে হবে না করতে হবে, খুব ভালো জানে। ব্যাপারটা কী ঘটেছে, সে জন্যই বললাম কেন ঘটেছে, কীভাবে ঘটলো, কীভাবে ইনভলভমেন্ট হলো, সেটা আমরা এখন পর্যন্ত জানি না। কারণ এটা নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনা করিনি।'
'কারণ একটু আগে বললাম একদিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। একই সঙ্গে বোর্ডের সভাপতি ও সিইও বাইরে আছেন আইসিসি মিটিংয়ে, উনারা এলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কমিটি আছে, ডিসিপ্লিনারি। উনারা যদি মনে করে এখানে কোনো কিছু আরও তদন্ত দরকার, উনারা দেখবেন। আমার মনে হয় একটু অপেক্ষা করা দরকার। এখন এগুলো নিয়ে আলাপ না করাই ভালো।'
এই ঘটনায় সাকিব সমস্যায় পড়লে বিসিবির অবস্থা কী থাকবে? অভিজ্ঞ এই অলরাউন্ডারকে বিপদ থেকে রক্ষা করবে বিসিবি? জালাল ইউনুস জানান, সাকিব দেশের সম্পদ। দায় না থাকলে বিসিবি তার পাশেই থাকবে। তিনি বলেন, 'অবশ্যই। কারণ সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দেখভাল করা আমাদের দায়িত্ব।'