সাকিবকে ছাড়িয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিক
সিলেটের আবহাওয়া গত দুদিন ধরেই খুব একটা ভালো নয়, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ঝড়ের লক্ষণ ছিলো না। তবে ঝড় এলো মুশফিকুর রহিমের ব্যাটে। আর সেই ঝড়ে উড়ে গেলেন আইরিশ বোলাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেধড়ক পিটিয়েছেন মুশফিক। সাথে ভেঙেছেন সাকিব আল হাসানের ১৪ বছরের পুরোনো রেকর্ড।
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন মুশফিক, আইরিশদের বিপক্ষে মাত্র ৬০ বলে নিজের ক্যারিয়ারের নবম শতক তুলে নিয়েছেন এই উইকেট-কীপার ব্যাটসম্যান। প্রথম ম্যাচেও মুশফিকের ২৭ বলে ৪৪ রানের ইনিংস বাংলাদেশকে ৩৩৮ রানের পাহাড়ে তুলতে সাহায্য করেছিল।
আর এবার সেই পাহাড়ও ডিঙিয়েছে তামিমের দল। আগের ম্যাচেই নিজেদের ওয়ানডে ইতিহাসে গড়া সর্বোচ্চ ৩৩৮ রানের রেকর্ড ভেঙে এই ম্যাচে বাংলাদেশ করেছে ৩৪৯ রান। যার মূল কারিগর মুশফিক।
মুশফিক যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশের রান ৪ উইকেট হারিয়ে ১৯০। বল বাকি ছিলো আর ১০০ টি। যার ৬০ টি মোকাবেলা করলেন মুশফিক, ১৪ চার আর ২ ছয়ে ১০০ রান করে অপরাজিত থাকলেন। ইনিংসের শেষ বলে এক রান নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিলো সাকিব আল হাসানের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে ১০০ রান পূর্ণ করেছিলেন সাকিব। মুশফিকের তার থেকে তিন বল কম লাগল।
এই সেঞ্চুরির পথে তৃতীয় বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে সাত হাজার রান পূর্ণ হয়েছে মুশফিকের। আগের ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। প্রথমজন তামিম ইকবাল।
বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের প্রথম দুটি স্থানই এতদিন ছিলো সাকিব আল হাসানের দখলে। এর আগে মুশফিকের ব্যক্তিগত দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিলো পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ৬৯ বলে।
আইরিশদের বিপক্ষে একইসাথে নিজের এবং দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।