প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি দাবি ফখরুলের
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ মার্চ) গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, 'সাংবাদিক সমাজ আজ বিপদে। তবে কিছু সাংবাদিক আছে যারা সরকার পক্ষপাতিত্ব করছেন। সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে।'
ফখরুল আরও বলেন, 'আমাদের বক্তৃতা এক সেকেন্ডের জন্যও টেলিভিশনে প্রচার হয় না। আর আমরা যারা কথা বলতে পারি তাদেরকে টকশোতে ডাকা হয় না। এটাই বাস্তবতা। এই সরকারের একমাত্র লক্ষ্য ক্ষমতায় থাকা।'
জাতীয় দৈনিক প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে বুধবার তার সাভারের বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) লোকজন।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গোলাম কিবরিয়া নামে এক যুবলীগ নেতা।