টেক্টরের হাফ সেঞ্চুরির পর মিরাজ-তাইজুলের তোপ
৪৮ রানেই পড়ে যায় তিন উইকেট, বিপাকে পড়েছিল আয়ারল্যান্ড। সেখান থেকে হাল ধরেন কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। তাদের ব্যাটে ২৬ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তুলে প্রথম সেশন শেষ করে আইরিশরা। মধ্যাহ্ন বিরতির পরও দায়িত্বশীল ব্যাটিং করেন তারা। চতুর্থ উইকেটে ১২২ বলে ৭৪ রানের জুুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এই জুটি গড়ার মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন টেক্টর, অভিষেকে প্রথম আইরিশ ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করলেন তিনি।
৯২ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫০ রান করা টেক্টরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর আইরিশদের কোণঠাসা করে ফেলেন তাইজুল ইসলাম। তিন ওভারের ব্যবধানে দুটি উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার। দ্বিতীয় সেশনে ২৯ ওভারে ৩ উইকেটে ৮০ রান তোলে আয়ারল্যান্ড। ৫৭ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ১৪৮ রান। অ্যান্ডি ম্যাকব্রাইন ১২ ও লরকান টাকার ১২ রানে ব্যাটিং করছেন।
তারপরও প্রথম সেশন বাংলাদেশের
টস হেরে ফিল্ডিং করতে নেমে বল হাতে যেভাবে শুরু করে বাংলাদেশ, তাতে ভয় পাওয়ার তেমন কিছু ছিল না আয়ারল্যান্ডের। গড়পড়তা বোলিংয়েই শুরু করেন দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। পঞ্চম ওভারে শরিফুল প্রথম উইকেট এনে দেওয়ার পর উইকেট পেলেন এবাদত হোসেন ও তাইজুল ইসলামও, তাতে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম সেশনটা হলো বাংলাদেশেরই।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হওয়া টেস্টে আগে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড ২৬ ওভারের সেশনে ৩ উইকেটে ৬৫ রান তুলেছে। হ্যারি টেক্টর ৪৯ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৮ রানে অপরাজিত আছেন। ১৫ বলে ২টি চারে ৯ রানে ব্যাটিং করছেন কার্টিস ক্যাম্ফার।
দীর্ঘতম ফরম্যাটে ৪৮ রানের মধ্যেই প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেওয়ার দিক থেকে সেশনটা বাংলাদেশরই। এতে বাংলাদেশের দাপট বোঝালেও মাঠে অবশ্য তেমন চিত্র দেখা যায়নি। পেসারদের আগুনে বোলিং বা স্পিনারদের জাদুকরী তেমন কোনো বোলিং দেখা যায়নি।
পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন শরিফুল। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৫ রান করা মারে কমিন্সকে ফিরিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি তরুণ এই পেসার। দশম ওভারের শেষ বলে জেমস ম্যাককলামকে ফেরান এবাদত। ফেরার আগে ৩৪ বলে একটি চারে ১৫ রান করেন তিনি। ২২তম ওভারে তাইজুলের শিকারে পরিণত হওয়ার আগে আইরিশ অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি ১৬ রান করেন।
এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে আয়ারল্যান্ডের ছয়জন ক্রিকেটারের। তারা হলেন বেন হোয়াইট, কার্টিস ক্যাম্ফার, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, মুরে কামিন্স। বেন হোয়াইটের প্রথম শ্রেণিতেই অভিষেক হলো আজ।