বোরো ধান উৎপাদনে নতুন রেকর্ড হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ নাহলে এবং কৃষক সময়মতো ফসল ঘরে তুলতে পারলে এবছর বোরো ধান উৎপাদনে নতুন রেকর্ড হবে।
আজ বুধবার (১৯ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে বোরো ধান কর্তন উৎসব ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, 'সারা দেশে প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ নাহলে ও সময়মতো ধান ঘরে তুলতে পারলে উৎপাদনের নতুন রেকর্ড হবে।'
'এখন পর্যন্ত প্রায় ৩৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। শুধু সুনামগঞ্জেই প্রায় ১,০০০ কম্বাইন হারভেস্টারে ধান কাটা চলছে। হাওরে ধানকে ঝুঁকিমুক্ত, শঙ্কামুক্ত করতে সরকার কম্বাইন হারভেস্টারে ৭০ শতাংশ ভর্তুকি প্রদান, স্বল্পজীবনকালীন ও ঠাণ্ডাসহিষ্ণু আগাম জাতের ধান চাষে গুরুত্ব দেওয়াসহ নানান পদক্ষেপ নিয়েছে'।
ব্রি ২৮ ও ব্রি ২৯ জাতের ধান চাষ না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান আব্দুর রাজ্জাক। বলেন, ব্রি ২৮ জাতটি পুরনো হয়ে গেছে, সহজেই ব্লাস্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে, উৎপাদনশীলতাও কমে গেছে। ব্রি ২৯ একটু দেরিতে পাকে। এসব জাতের পরিবর্তে উচ্চ উৎপাদনশীল নতুন জাত যেমন ব্রি- ৮১, ব্রি- ৮৯, ব্রি- ৯২ চাষ করতে হবে। এদের ফলন প্রতি শতকে এক মণেরও বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবছর ৫০ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটি ১৫ লাখ মেট্রিক টন চাল।
উল্লেখ্য, এবছর বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৭০ কোটি টাকার প্রণোদনা দেয়া হয়। সারা দেশের প্রায় ২৭ লাখ কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন।